এবারে রিলায়েন্স জিও নিয়ে এলো নতুন করে এই সকল প্ল্যান, যা সাধারণ মানুষের অর্থের দিক থেকে বেশ সাশ্রয় করতে চলেছে।বাজারে থাকা অন্যান্য টেলিকম কোম্পানির মধ্যে রিলায়েন্স জিও মার্কেটে প্রধান জায়গা দখল করে রেখেছে। তবে সমানে সমানে টক্কর থেকে তারা নিজেদের গ্রাহকদের আরও বেশি সুবিধা দিয়ে লঞ্চ করেছে এই সকল নতুন রিচার্জ প্ল্যান। এবারে দেরি না করে প্ল্যান গুলি সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও এর নতুন প্ল্যান গুলি জানা যাক
প্রথমেই জানা যাক, ২৬৯ টাকার প্যাকঃ-
এই রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের মাধ্যমে নিজের জিও নাম্বার রিচার্জ করলে পেয়ে যাবেন ২৮ দিনের লম্বা ভ্যালিডিটি। এর সাথে সাথে মিলবে প্রতিদিনের জন্য ১.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট সার্ফিং ডাটা। এখানেই শেষ নয়, এর সাথে সাথে পাওয়া যাবে আনলিমিটেড কথা বলার দুর্দান্ত সুযোগ! আর নিজের দরকারে যখন তখন লাগতে পারে এসএমএস। তাই জিও এই প্ল্যানের সাথে দিচ্ছে প্রতিদিনের জন্য ১০০ টি করে এসএমএস পাঠানোর এক দুর্দান্ত সুযোগ!
এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই একই ধরণের সুবিধা পাওয়া যাচ্ছে ২৩৯ টাকার প্ল্যানেও। তাহলে ওপরের প্ল্যানে কেন ৩০ টাকা বেশি চার্জ করা হচ্ছে। এটি জানতে আমাদের এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন। প্রয়োজন না হলে আপনি সেভ করতেই পারেন এই ৩০ টাকা। পরবর্তী অংশ জেনে নেয়া যাক।
Price | Validity | Jio Recharge Plans |
₹149 | 20 Days | 1GB/day Data, Unlimited Calls |
₹179 | 24 Days | 1GB/day Data, Unlimited Calls |
₹199 | 23 Days | 1.5GB/day Data, Unlimited Calls |
₹209 | 28 Days | 1GB/day Data, Unlimited Calls |
₹219 | 14 Days | 3GB/day Data, Unlimited Calls |
₹239 | 28 Days | 1.5GB/day Data, Unlimited Calls |
₹249 | 23 Days | 2GB/day Data, Unlimited Calls |
₹259 | 1 Month | 1.5GB/day Data, Unlimited Calls |
₹269 | 28 Days | 1.5GB/day Data, Unlimited Calls |
₹296 | 30 Days | 25GB Data, Unlimited Calls, 100 SMS |
এবারে জানবো, ৫৩৯ টাকার প্ল্যান সম্পর্কেঃ-
এক্ষেত্রে পাওয়া যাবে ৫৬ দিনের লম্বা ভ্যালিডিটি। সাথে পাবেন ৮৪ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ। আর সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। রিলায়েন্স জিও এর এই প্ল্যানে মিলবে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর দারুণ সুযোগ।
ওপরের প্ল্যানের সাথে সামান্য কিছু সুবিধা বাড়িয়ে আনা হয়েছে ৫৮৯ টাকার প্ল্যান। এক্ষেত্রে মিলবে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আর এক্ষেত্রে মোট পাওয়া যাবে ১১২ জিবি। অর্থাৎ মাত্র ৫০ টাকা বেশি দিয়ে রিচার্জ করলেই পাওয়া যাবে এই বাড়তি ২৮ জিবি ইন্টারনেট! সত্যিই দুর্দান্ত এই অফার।
৭৩৯ টাকার প্ল্যানের বিবরণঃ-
৮৪ দিনের ভ্যালিডিটি এর সাথে ১.৫ জিবি করে রোজ হাই স্পিড ইন্টাটি এর সুবিধা। সাথেই আনলিমিটেড কলিং এর সাথে সাথে থাকছে ১০০ টি করে এসএমএস করার জন্য প্রতিদিনের ফ্রি সুবিধা। এবারে আরও একটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
৭৮৯ টাকার প্ল্যানঃ-
এক্ষেত্রে ওপরের ৭৩৯ টাকার প্ল্যানের মতোই সুবিধা পাওয়া যাবে, তবে এক্ষেত্রে থাকবে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের দারুণ সুযোগ। বাকি সব একই ধরণের সুবিধা পাওয়া যাবে। এই সকল প্ল্যানের আরও একটি সুবিধা হচ্ছে যে, এক্ষেত্রে আনলিমিটেড ৫জি সুবিধা পেতে পারেন আপনিও। যদি আপনার মোবাইলের লোকেশনে থাকে ৫জি ইন্টারনেট এর সুবিধা।
এবারে ২৩৯ টাকার প্ল্যানে ফ্রি সাবস্ক্রিপশন হিসেবে পাওয়া যাবে, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড। এই সকল সুবিধা আপনি অন্যান্য রিলায়েন্স জিও প্ল্যানের সাথেও পেয়ে যাবেন। তবে ঐ ২৬৯ টাকার প্ল্যান সহ বাকি প্ল্যান গুলিতে পাওয়া যাবে, জিও সাওয়ান এর প্রো-সাবসক্রিপশন। অর্থাৎ এক্ষেত্রে বিনামূল্যে এই সুবিধা ব্যবহার করা যাবে।
কোন জিও প্ল্যান ১ বছরের জন্য সবথেকে লাভজনক?
মূল্য | সুবিধা | মেয়াদ |
১,৫৯৯ টাকা | ২৪ জিবি ডেটা, অফুরন্ত কল, ৩৬০০ SMS |
৩৩৬ দিন
|
২,২০২৩ টাকা | ২.৫ জিবি ডেটা প্রতিদিন, অফুরন্ত কল, ১০০ SMS রোজ |
২৫২ দিন
|
২,৫৪৫ টাকা | ১.৫ জিবি প্রতিদিন, অফুরন্ত কল, ১০০ SMS রোজ |
৩৩৬ দিন
|
২,৮৭৯ টাকা | ২ জিবি ডেটা প্রতিদিন, অফুরন্ত কল, ১০০ SMS রোজ |
৩৬৫ দিন
|
২,৯৯৯ টাকা | ২.৫ জিবি ডেটা প্রতিদিন, অফুরন্ত কল, ১০০ SMS রোজ |
৩৬৫ দিন
|
তাহলে একটু জেনে নেওয়া যাক, রিলায়েন্স জিও এর সাথেই এই ক্ষেত্রে কি কি সুবিধা মেলে গ্রাহকদের।
- ৪৫ মিলিয়ন এর বেশি গানের অফুরন্ত ভান্ডার
- বিভিন্ন অডিও শো শোনার সুযোগ
- নিজের পছন্দের গানের প্লে লিস্ট বানানোর সুযোগ
- অফলাইনে গান শোনার জন্য আনলিমিটেড ডাউনলোড করার সুযোগ
- ৩২০ কেবিপিএস এর অডিও
- কোন অ্যাড থাকে না
- একই সাথে ৫টি ডিভাইসে ব্যবহারের সুযোগ
তাহলে আজকের এই রিলায়েন্স জিও অফার গুলির মধ্যে আপনার জন্য কোন অফারটি বেশ লাভজনক মনে হল, আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যে অফারটি ভালো লাগলো, সেটি নিজে নিজেই বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে মিলতে পারে আরও কিছু ক্যাশব্যাক। আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন