ইন্ডেন গ্যাসের e-KYC, মোবাইলে মাত্র ৫ মিনিটেই! অ্যাপ থেকে করার স্টেপ বাই স্টেপ গাইড

নিজস্ব প্রতিবেদনঃ আপনি কি একজন ইন্ডেন গ্রাহক, তাহলে এবারে দেখুন Indane e-KYC সংক্রান্ত দারুণ খবর। আর দিতে হবে না গ্যাস অফিসে লাইন। ঘরে বসেই মাত্র ২ টি অ্যাপ ইন্সটল করেই আপনি সেরে ফেলতে পারবেই এই KYC এর কাজ। তাহলে আর দেরী না করে ঝটপট দেখে নেয়া যাক কে ওয়াই সি(KYC) করার সহজ সরল পদ্ধতি।

বর্তমানে আমাদের দেশের প্রচুর সংখ্যক মানুষ ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস(LPG) তাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার করেন। এই ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের ক্ষেত্রেই আধার বায়োমেট্রিক সংযুক্ত(Biometric with LPG) করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। এই ঘোষণা হওয়ার পর গ্যাস ডিলার থেকে শুরু করে গ্রাহক প্রত্যেকের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে এই কাজ কিভাবে সম্পন্ন করা যাবে। কারন কখনো জানা গেছে গ্রাহকদের নিজেদের পার্শ্ববর্তী গ্যাস সংস্থার অফিসে গিয়ে আধার বায়োমেট্রিক লিংক করাতে হবে।

Step by step guide for Indane e-KYC from own Mobile or PC

আবার কোনো কোনো সময় এই নিয়েও প্রশ্ন উঠেছে যে গ্যাস ডেলিভারি বয়রা যখন বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে আসবে তখন তাদের কাছে থাকা বায়োমেট্রিক যন্ত্র দিয়ে এই কাজটি সম্পন্ন করবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, গ্রাহকদের কাছে এই আধার বায়োমেট্রিক সংযুক্ত করার খবরটি ঠিকমতো এখনো না পৌঁছালেও গ্যাস ডিলাররা এই কাজটি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে এই কাজটি যদি কোনো গ্রাহক না করেন সে ক্ষেত্রে তার গ্যাস ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন করার জন্য নিকটবর্তী গ্যাস অফিসে ভিড় করছেন প্রচুর মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে কাজটি সেরে ফেলতে চাইছেন অনেকেই। কিন্তু ইন্ডেন গ্যাস সংস্থার গ্রাহক সেবা প্রতিনিধির কথায় মোবাইল অ্যাপের মাধ্যমেই করে ফেলা সম্ভব বায়োমেট্রিক আপডেট এর কাজটি। এর জন্য নিজের কাছে থাকা স্মার্টফোনে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ দুটি হল IndianOil one এবং AadhaarFaceRD।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্টেপ বাই স্টেপ গাইড ইন্ডেন ই- কে ও য়াই সি

সঠিকভাবে অ্যাপ দুটি ইন্সটল করার পর IndianOil one অ্যাপে প্রথমেই লগইন করতে হবে এবং অ্যাকাউন্ট করা না থাকলে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। এরপর এই অ্যাপে থাকা একদম উপরের তিনটি দাগ অর্থাৎ মেনু অপশনে ক্লিক করলে দেখা যাবে My Profile নামক একটি অপশন। সেখানে ক্লিক করার পর যে পেজ খুলবে তা নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে ReKYC অপশন।

সেখানে ক্লিক করার পর যে শর্ত দেওয়া থাকবে তাতে টিক দিতে হবে এবং এরপর মোবাইলটি গ্রাহকের মুখের সামনে ধরতে হবে ঠিক সেলফি তোলার মতো। সঠিকভাবে ধরার পর চোখের পাতা একবার বন্ধ করে খুলতে হবে। চোখের পাতা বন্ধ করে খুললেই নিজে থেকে ছবি উঠে যাবে এবং তা Indane সংস্থার সার্ভারে আপলোড হয়ে যাবে।

আরও পড়ুন, ফসল আপনার, দায়িত্ব নেবে রাজ্য সরকার! বাংলার শস্য বীমাতে শুরু হল আবেদন

মাই এল পি জি অনলাইন লিঙ্কক্লিক করুন
ইন্ডেন ই- কে ওয়াই সি লিঙ্কক্লিক করুন

এই কাজগুলি সম্পন্ন হওয়ার পর বায়োমেট্রিক আপডেট হলো কিনা তা দেখা যাবে ওই অ্যাপের মধ্যে ReKYC স্ট্যাটাস অপশন থেকে। এইভাবে সহজে ই বাড়িতে বসে নিজের এলপিজি গ্যাসের সঙ্গে আধার বায়োমেট্রিক সংযুক্তিকরণ এর কাজটি সহজে করে ফেলতে পারবেন। অন্যান্য গ্যাস গ্রাহক যেমন ভারত গ্যাস বা এইচ পি গ্যাস এর ক্ষেত্রে পদ্ধতি দেখতে দেখুন আমাদের পরবর্তী প্রতিবেদন। ধন্যবাদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

6 thoughts on “ইন্ডেন গ্যাসের e-KYC, মোবাইলে মাত্র ৫ মিনিটেই! অ্যাপ থেকে করার স্টেপ বাই স্টেপ গাইড”

  1. কষ্ট কপালে লেখা থাকলে কেউ খম্ডন করতে পারে না।

    Reply
  2. AadharfaceRD এই অ্যাপটি না থাকলে এটা সম্ভব হচ্ছে না। আর গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করলেও সেটা কাজ করছে না। একটু বিস্তারিত দেখবেন প্লিজ। আমি গতকাল চেষ্টা করেছিলাম। 20/12/2023 তারিখে

    Reply

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল