নিজস্ব প্রতিবেদনঃ সিবিএসই দ্বারা পরিকল্পিত এবং পরিচালিত জওহর নবোদয় বিদ্যালয়ে (Jawhar Navodaya Vidyalaya) শুরু হতে চলেছে ভর্তির প্রক্রিয়া। এই বিদ্যালয়ে ভর্তির বিষয়টি নির্ধারণ করা হয় মূলত একটি নির্বাচনী পরীক্ষার ভিত্তিতে। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে জওহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা বা জেএনভিএসটি।
এই পরীক্ষাটি মূলত অ-মৌখিক প্রকৃতির হয়ে থাকে। শ্রেণী নিরপেক্ষ এই পরীক্ষাটিকে নবোদয় বিদ্যালয় কমিটির তরফ থেকে এমন ভাবে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে যাতে গ্রামীণ এলাকার প্রতিভাবান শিশুরা কোনো অসুবিধার সম্মুখীন না হয়েই একে অন্যের সঙ্গে পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা করতে সক্ষম হয়। এই বিদ্যালয় দেশের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুরা যাতে কোনো অসুবিধা ছাড়াই বিনামূল্যে ভর্তির ফর্ম পায় তা নিশ্চিত করার জন্য বিশেষ ভাবে যত্ন নেওয়া হয়।
দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, স্থানীয় সংবাদপত্র, পুস্তিকা, বিদ্যালয়ের ওয়েবসাইট এবং নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকদের জেলার স্থানীয় বিদ্যালয়ে পরিদর্শনের মাধ্যমে পর্যাপ্ত প্রচার করা হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এই পরীক্ষা মূলত ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণি, একাদশ শ্রেণি ইত্যাদির যোগ্যতার শর্তাবলী অনুসারে পূরণ করা হয়। তবে এ ক্ষেত্রে মাথায় রাখতে হয় শুধু মাত্র যেখানে জওহর নবোদয় বিদ্যালয় অবস্থিত সেই জেলার বাসিন্দা প্রার্থীরাই ভর্তির জন্য আবেদন করার যোগ্য।
এক্ষেত্রে বসবাসের প্রমাণপত্র হিসেবে সরকার কর্তৃক বিজ্ঞাপিত বৈধ আবাসিক প্রমাণ দেখতে হয় আবেদনকারীকে। এছাড়াও আবেদনকারীর অভিভাবক কে একই জেলার বাসিন্দা হতে হয়। এছাড়া যেখানে আবেদনকারী প্রার্থী তার পঞ্চম শ্রেণীর পঠন পাঠন অধ্যয়ন করেছে এবং JNVST এর জন্য উপস্থিত হয়েছেন ভর্তির সময় প্রার্থীকে সেই সমস্ত বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।
যে জেলায় জওহর নবোদয় বিদ্যালয় খোলা হয়েছে তা যদি পরবর্তীকালে দ্বিখণ্ডিত হয় তাহলেও জেলার পুরানো সীমানা গুলিকে এই বিদ্যালয় এ ভর্তির যোগ্যতার উদ্দেশ্যে বিবেচনা করা হয়। তবে যদি নতুন বিভক্ত হওয়া জেলায় একটি নতুন বিদ্যালয় চালু হয় সে ক্ষেত্রে পুরনো এই সীমানা গুলিকে বিবেচনা করা হয় না। নবোদয় বিদ্যালয় কমিটির তরফ থেকে স্পষ্ট ভাবে নির্দিষ্ট করা থাকে যে প্রার্থী এই বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জানাবেন তাকে অবশ্যই তার বসবাস করা জেলায় নবোদয় বিদ্যালয় থাকলে সেখানেই আবেদন জানাতে হবে।
ভর্তির নির্দিষ্ট বয়স এবং নথি
অস্থায়ী নির্বাচনের পর আবেদনকারীর দেওয়া সমস্ত নথি যাচাইয়ের সময় তার পিতা মাতার আবাসিক শংসাপত্রও জমা দিতে হবে। এছাড়াও যে প্রার্থী এই বিদ্যালয়ে ভর্তি জন্য আবেদন জানাতে চাইবেন সেই প্রার্থীকে সরকারী যে কোন একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তে হবে। তবে যে প্রার্থী আগে পঞ্চম শ্রেণী পাস করেছেন এবং অন্য সেশনে তিনি এই পরীক্ষার জন্য আবেদন করেছেন এমন প্রার্থী দের অনুমতি দেওয়া হবে না।
ভর্তির জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১০ থেকে ১২ বছরের মধ্যে হতে হবে। এই পরীক্ষার আবেদন করার জন্য সমাজের জাতিগত ভিত্তিতে বিভক্ত করা সমস্ত বিভাগের প্রার্থীরা অবেদন জানাতে পারবেন। সমাজের তফসিলি জাতি বা এসসি এবং তফসিলি উপজাতি বা এসটি শ্রেণীর অন্তর্ভুক্ত এক্ষেত্রে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
নবোদয় বিদ্যালয়ে ভর্তিতে নিয়ম
এই পরীক্ষা দেওয়ার জন্য অস্থায়ী ভাবে নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্রের একটি অনুলিপি প্রদান করতে হবে। জওহর নবোদয় বিদ্যালয় এ ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য একজন প্রার্থীকে অবশ্যই সরকারী কোনো প্রতিষ্ঠান থেকে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী অধ্যয়ন এবং পাস করতে হবে। তবে জওহর নবোদয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কোনো প্রার্থী কোনো অবস্থাতেই দ্বিতীয় বার বাছাই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য নয়।
আবেদনপত্রে প্রার্থীর দ্বারা পূরণ করা বিবরণ গুলি যাচাই করা হবে এবং প্রার্থী যদি পুনরাবৃত্তিকারী পাওয়া যায় তবে তাকে নির্বাচন পরীক্ষায় উপস্থিত হতে দেওয়া হবে না। এই ধরনের প্রার্থীদের আবেদনপত্র পাওয়া সত্ত্বেও তাদের জন্য প্রবেশপত্র প্রকাশ করা হবে না। প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে এ সংক্রান্ত একটি এসএমএস পাঠানো হবে।
আধার আইনের ধারা 4(4)(b)(ii) এর পরিপ্রেক্ষিতে যার জন্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বা MeitY সুশাসনের জন্য আধার প্রমাণীকরণ এর বিধি দিয়েছেন এবং এই স্কিমের অধীনে সুবিধা গুলি পেতে চায় এমন একটি শিশুকে আধার নম্বরের দখলের প্রমাণ দিতে হবে বা আধার প্রমাণীকরণ করতে হবে।
ভর্তির ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্বঃ-
নবোদয় বিদ্যালয় সমিতি সংক্রান্ত প্রয়োজনীয় বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রক প্রকাশ করেছে। তাদের প্রকাশ করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনও শিশু এই স্কিমের অধীনে সুবিধা পেতে চায়, যার আধার নম্বর নেই বা এখনও আধারের জন্য নথিভুক্ত হয়নি, তাকে নিবন্ধন করার আগে তার বাবা-মা বা অভিভাবকের সম্মতি সাপেক্ষে আধার তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সহ আধার তালিকাভুক্তির পর তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
গ্রামাঞ্চলে বসবাস্কারীদের জন্য সুবিধাঃ-
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একটি জেলার অন্তত ৭৫% আসন জেলার গ্রামাঞ্চল থেকে অস্থায়ী ভাবে নির্বাচিত প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। অবশিষ্ট আসন গুলি সংরক্ষণের মানদণ্ড অনুসারে জেলার শহর ও গ্রামীণ এলাকার প্রার্থীদের থেকে মেধার ভিত্তিতে পূরণ করা হবে। গ্রামীণ কোটার অধীনে ভর্তির জন্য একজন প্রার্থীকে অবশ্যই গ্রামীণ এলাকায় অবস্থিত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্বীকৃত স্কুল থেকে পূর্ণ একাডেমিক সেশন শেষ করে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করতে হবে।
রুরাল বা আরবান এলাকায় বসবাসের সুবিধাঃ-
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর স্কিমগুলির অধীনে অধ্যয়নরত প্রার্থীদের জেলা ম্যাজিস্ট্রেট, তহসিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা জারি করা তাদের গ্রাম অঞ্চলে বসবাসের শংসাপত্র দেখাতে হবে যাতে বোঝা যায় যে শিশুটি গত তিন বছর ধরে গ্রামীণ এলাকায় বসবাস করছে এবং পড়াশোনা করছে। শহরে প্রার্থীদের জন্য ও তাদের বসবাসের প্রমাণপত্র প্রয়োজন হবে।
নবোদয় বিদ্যালয় পরীক্ষা এবং জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
বিষয় | বিবরণ |
---|---|
পরীক্ষার নাম | নবোদয় বিদ্যালয় পরীক্ষা, জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষা |
পরীক্ষার বছর | 2024 |
পরীক্ষা পরিচালনা | নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) |
প্রধান উদ্দেশ্য | নবোদয় বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য মেধা যাচাই |
পরীক্ষার স্তর | জাতীয় স্তর |
পরীক্ষার তারিখ | সাধারনত জানুয়ারী থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় |
আবেদন প্রক্রিয়া | অনলাইন মাধ্যমে |
আবেদন ফি | বিনামূল্যে |
পাঠ্যক্রম | মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষাক্রম |
প্রশ্নের ধরন | বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) |
পরীক্ষার বিষয় | মানসিক ক্ষমতা পরীক্ষা (Mental Ability Test), গাণিতিক দক্ষতা পরীক্ষা (Arithmetic Test), ভাষা পরীক্ষা (Language Test) |
পরীক্ষার সময়কাল | 2 ঘণ্টা |
মোট প্রশ্ন সংখ্যা | 80 |
মোট নম্বর | 100 |
ফলাফল প্রকাশের তারিখ | পরীক্ষার 2-3 মাস পরে |
ফলাফল চেক করার প্রক্রিয়া | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে |
নবোদয় বিদ্যালয় | গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান |
মোট নবোদয় বিদ্যালয় সংখ্যা | প্রায় 661টি বিদ্যালয় সারা দেশে |
নির্বাচিত ছাত্রছাত্রীদের সুবিধা | বিনামূল্যে শিক্ষা, হোস্টেল সুবিধা, বই ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী |
নবোদয় বিদ্যালয় পরীক্ষা 2024 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ:
বিষয় | তারিখ |
---|---|
অনলাইন আবেদন শুরুর তারিখ (ফর্ম ফিলাপ করার তারিখ) | সেপ্টেম্বরে |
অনলাইন আবেদন শেষের তারিখ | নভেম্বরের শেষের দিকে |
এডমিট কার্ড ডাউনলোড করার তারিখ | ডিসেম্বরের মাঝামাঝি |
পরীক্ষার তারিখ | জানুয়ারী থেকে মার্চের মধ্যে |
ফলাফল প্রকাশের তারিখ | এপ্রিল বা মে মাসে |
এই তথ্যের মাধ্যমে আপনি নবোদয় বিদ্যালয় পরীক্ষা এবং জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
নবোদয় বিদ্যালয় পরীক্ষা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নোত্তর (FAQ):
প্রশ্ন | উত্তর |
---|---|
নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য কে আবেদন করতে পারে? | পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা। |
পরীক্ষার জন্য কি কোনো ফি প্রযোজ্য? | না, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে। |
কিভাবে নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য আবেদন করতে হয়? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। |
পরীক্ষার মূল বিষয়বস্তু কি কি? | মানসিক ক্ষমতা পরীক্ষা (Mental Ability Test), গাণিতিক দক্ষতা পরীক্ষা (Arithmetic Test), ভাষা পরীক্ষা (Language Test)। |
পরীক্ষার সময়কাল কত? | 2 ঘণ্টা। |
মোট প্রশ্নের সংখ্যা কত? | 80 টি প্রশ্ন। |
পরীক্ষার মোট নম্বর কত? | 100 নম্বর। |
ফলাফল কিভাবে জানবো? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। |
পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হয়? | সাধারণত পরীক্ষার 2-3 মাস পরে। |
নবোদয় বিদ্যালয়ে কি সুবিধা পাওয়া যায়? | বিনামূল্যে শিক্ষা, হোস্টেল সুবিধা, বই এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। |
নবোদয় বিদ্যালয় কতগুলো রয়েছে? | সারা দেশে প্রায় 661টি বিদ্যালয়। |
পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম আছে কি? | হ্যাঁ, প্রধানত পঞ্চম শ্রেণীর শিক্ষাক্রম অনুসরণ করা হয়। |
পরীক্ষার সিলেবাস কোথায় পাওয়া যাবে? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। |
পরীক্ষা কতবার দেওয়া যায়? | একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই এই পরীক্ষা দিতে পারে। |
নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা কি? | https://navodaya.gov.in |
নবোদয় রেজাল্ট কিভাবে দেখবো? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করা যায়। |
নবোদয় কি ৫ম শ্রেণির জন্য? | নবোদয় বিদ্যালয়ে মূলত ষষ্ঠ শ্রেণী থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। |
নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝায়? | নবোদয় বিদ্যালয় হলো কেন্দ্রীয় সরকার পরিচালিত বিদ্যালয়, যেখানে গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। |
নবোদয় পরীক্ষা কবে হবে? | সাধারণত জানুয়ারী থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। |
নবম শ্রেণির ফলাফল 2024 কিভাবে দেখব? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল চেক করা যাবে। |
নবোদয় রেজিস্ট্রেশন নম্বর কিভাবে বের করব? | অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ইমেইল অথবা SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। |
2024 সালের নবোদয় পরীক্ষার তারিখ? | নির্দিষ্ট তারিখ সাধারণত জানুয়ারী থেকে মার্চের মধ্যে নির্ধারণ করা হয়, অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পাওয়া যাবে। |
নবোদয় পরীক্ষার জন্য কিভাবে আবেদন করব? | নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। |
ট্রান্সজেন্ডার হলে কী মিলবে সুবিধাঃ-
ট্রান্সজেন্ডার ক্যাটাগরির প্রার্থীদের জন্য আলাদা কোনো রিজার্ভেশন দেওয়া হয় না এবং তারা গ্রামীণ, শহুরে, ওবিসি, এসসি, এসটি ইত্যাদি বিভাগের অন্তর্ভুক্ত হবেন। এছাড়া মোট আসনের ন্যূনতম এক তৃতীয়াংশ মেয়েরা পূরণ করে। দৃষ্টিহীন দের জন্য বেশি সুযোগ-সুবিধা প্রদান করা হয়। জওহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা বিভিন্ন ভাষায় রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়।
বিভিন্ন স্থানের জন্য বিভিন্ন ভাষায় এই পরীক্ষা পরিচালনা করা হয়। যেমন-
১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- হিন্দি, ইংরেজি, তামিল, উর্দু, বাংলা
২) অন্ধ্র প্রদেশ- হিন্দি, ইংরেজি, তেলেগু, মারাঠি, উর্দু, ওড়িয়া, কন্নড়
৩) অরুণাচল প্রদেশ- ইংরেজি, হিন্দি
৪) আসাম- ইংরেজি, হিন্দি, অসমীয়া, বোড়ো, গারো, বাংলা, মণিপুরী।
৫) বিহার- ইংরেজি, হিন্দি,
৬) ছত্তিশগড়- ইংরেজি, হিন্দি
৭) দিল্লি- ইংরেজি, হিন্দি
৮) গোয়া- ইংরেজি, হিন্দি, মারাঠি, কন্নড়
৯) হিমাচল প্রদেশ- ইংরেজি, হিন্দি
১০) জম্মু ও কাশ্মীর- ইংরেজি, হিন্দি, উর্দু
১১) কেরালা- হিন্দি, ইংরেজি, মালায়লাম, তামিল, কন্নড়
১২) মধ্যপ্রদেশ- ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, গুজরাটি
১৩) মহারাষ্ট্র- ইংরেজি, হিন্দি, কন্নড়, মারাঠি, উর্দু, তেলেগু, গুজরাটি, বাংলা
১৪) মনিপুর- ইংরেজি, হিন্দি, মণিপুরি
১৫) নাগাল্যান্ড ইংরেজি, হিন্দি, ওডিশা ইংরেজি, হিন্দি, তেলেগু, ওড়িয়া, উর্দু
১৬) তেলঙ্গানা- হিন্দি, ইংরেজি, তেলেগু, কন্নড়, মারাটি, উর্দু
১৭) ত্রিপুরা- ইংরেজি, হিন্দি, বাংলা
১৮) উত্তরপ্রদেশ- ইংরেজি, হিন্দি, উর্দু
১৯) উত্তরখণ্ড- ইংরেজি, হিন্দি, উর্দু
২০) পশ্চিমবঙ্গ- ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, উর্দু
২১) উর্দুচন্ডিগড় ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি
আরও পড়ুন, আবেদনে নতুন নিয়ম, দেখুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ!
এছাড়াও আরো বিভিন্ন স্থানের বিভিন্ন ভাষায় পরীক্ষা নেওয়া হয়। একজন প্রার্থীকে সেই ভাষায় একটি পরীক্ষার বুকলেট দেওয়া হবে যা তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন। এক্ষেত্রে ভাষাটি আগে থেকে নির্বাচন করে রাখতে হয়। আরও জানতে দেখতে থাকুন পরবর্তী প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন