নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তথা Residential Certificate/ Domicile Certificate খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। স্কলারশিপ থেকে শুরু করে ভোটার কার্ডের আবেদন, প্রায় সমস্ত কাজেই দরকার পড়ে এই নথি। এবার থেকে আর দৌড়াতে হবে না পঞ্চায়েতে বা পৌরসভাতে। এবার থেকে আবেদন করা যাবে অনলাইনে। কীভাবে কী করবেন, জানতে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন।
Easy Steps to Apply for Residential Certificate
রাজ্যে বসবাসকারী যে কোনো নাগরিকের বসবাসের প্রমাণপত্র স্বরূপ একটি গুরুত্বপূর্ণ নথি হল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (Residential Certificate)। যে কোনো প্রয়োজনীয় কাজ করার ক্ষেত্রে যদি বসবাসের প্রমাণপত্রের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বর্তমানে সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের স্থায়ী বাসস্থান সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে অত্যন্ত প্রয়োজনীয় নথি হিসেবে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন প্রকল্পে আবেদনের ক্ষেত্রেও এই সার্টিফিকেট জমা দিতে হয়। এই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটি স্থায়ী বাসিন্দার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে অনলাইনে এর মাধ্যমে সহজেই পাওয়া যায় এই সার্টিফিকেট। কিভাবে অনলাইনে এর মাধ্যমে আপনিও আপনার নিজের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন দেখে নিন তার পদ্ধতি গুলি।
Step by Step Guide to Apply for Domicile Certificate
১) অনলাইন মাধ্যমে নিজের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডাউনলোড করতে প্রথমে ই-ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
২) এরপর এই পোর্টালে নির্দিষ্ট থাকে সঠিক ভাবে নিজের নাম, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সময় একটি ইউজার আইডি তৈরি করতে হবে।
৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই ইউজার আইডি ও ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি সঠিক ভাবে লিখতে হবে এবং সাইন আপ অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি নির্দিষ্ট স্থানে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৬) এই কাজ গুলি সঠিক ভাবে সম্পন্ন করার পর স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে। এটি সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব ডকুমেন্ট সঙ্গে যুক্ত করে সেগুলি ফাইল আকারে আপলোড করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে ফাইনাল ফাইল টি সাবমিট করতে হবে।
৭) এরপর আপনি স্ক্রিনে একটি নম্বর দেখতে পাবেন। যা দিয়ে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পরে ডাউনলোড করা যাবে। তবে অনলাইনে আবেদন জানানোর পর বিডিওর ভেরিফিকেশনের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরও দেখুন, এই নয়া প্রকল্প ২০২৪ এর পয়লা তারিখ থেকেই চালু রাজ্যে! কীভাবে আর কারা পাবেন সুবিধা, দেখুন
অনলাইনের মাধ্যমে নিজের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (Residential Certificate) এর জন্য আবেদন করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্রের অবশ্যই প্রয়োজন হবে। সেগুলি হল- ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট মাপের ফটো, রেশন কার্ড, জন্ম প্রমাণপত্র ইত্যাদি।
স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পেতে যে যে নথি আপলোড করতে হবে
ডকুমেন্টের ধরণ | ডকুমেন্টের নাম | |
1. | Residential Proof | জমির কাগজ, রেন্ট পেপার, ভাড়ার রসিদ, খতিয়ান, SDO কর্তৃক দেওয়া নথি ইত্যাদি (২০০ কেবি – jpg. jpeg.) |
2. | Identity Proof | ডিফেন্স আইডি, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, EPIC কার্ড, রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, MLA/MP এর সার্টিফিকেট ইত্যাদি (২০০ কেবি – jpg. jpeg.) |
3. | Photograph | পাসপোর্ট সাইজের ফটো (১০০ কেবি – jpg. jpeg.) |
4. | Birth Proof | জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক অ্যাডমিট কার্ড (২০০ কেবি – jpg. jpeg.) |
5. | Any Other Proof | অন্য যেকোনো নথি (২০০ কেবি – jpg. jpeg.) |
এমন আরও বিষয়ে জানতে দেখতে থাকুন। এছাড়া আরও কিছু জানার থাকলে তা আমাদের জানাতে পারেন কমেন্টে। এমন আরও আপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন