Terminal Benefit Hike: রাজ্যের এই কর্মীদের প্রাপ্তি দ্বিগুণ করলেন মমতা! অর্ডার দেখুন আজই

নিজস্ব প্রতিবেদনঃ একের পর এক প্রাপ্তি হচ্ছে রাজ্যের মানুষের। বাদ গেলেন না রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী (Terminal Benefit Hike) হিসেবে নিযুক্ত কর্মীরাও। সেক্ষেত্রে রাজ্যের প্যারা টিচার থেকে শুরু করে ভিলেজ পুলিশ, আশা কর্মী, অঙ্গনয়াড়ি, আশা কর্মী ইত্যাদি প্রায় সব ক্ষেত্রের সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের এককালীন এবং অবসরকালীন ভাতা (Salary Hike for all Contractual Workers in WB) বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। সরকারি অর্ডার (Govt Order for Salary Hike) সহ দেখুন প্রতিবেদন।

Terminal Benefit Hike for Casual, Contractual and Daily Rated WB Govt Workers

সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই একের পর এক সুখবর দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি বিভিন্ন পদের কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে বেতন বৃদ্ধি করা হচ্ছে তাদের। রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর মুখে খুশির হাসি ফোটাতে এবার মুখ্যমন্ত্রী রাজ্যের ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, প্যারা টিচার, ফায়ার অপারেটর ইত্যাদি কর্মীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে দিলেন।

রাজ্য সরকার এর তরফ থেকে এবার চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ হওয়া কর্মীদের ভাতাও বাড়ানো হলো। যেসব কর্মীরা সরকারের বিভিন্ন দপ্তর বা প্রকল্পের কাজে চুক্তি অনুযায়ী কাজ করে থাকেন তারা তাদের অবসরকালে এককালীন অনুদান পান। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই অনুদানের পরিমাণ বেড়ে ৫ লক্ষ টাকা করা হলো।

রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে গতকাল অর্থাৎ বুধবার এ সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে অনুদান পেতে শুরু করবেন রাজ্যের এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। এখনো পর্যন্ত অবসরের সময় চুক্তিভিত্তিক কর্মীরা দুই থেকে তিন লক্ষ টাকা এককালীন অনুদান পেয়ে থাকেন। নতুন ঘোষণার পর তাদের এই অনুদানের পরিমাণ প্রায় দ্বিগুণ করা হলো বলা চলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি হিসাব অনুসারে চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রায় ৫ লক্ষ কর্মী এই সুবিধা পাবেন। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন অনুদান বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি অর্থ দপ্তর এই বিষয়টিকে সুনিশ্চিত করতে একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে কোন কোন শ্রেণীর কর্মীরা, এই সুবিধা পাবেন তা উল্লেখ করেছেন।

আরও দেখুন, একসাথে একাধিক সুবিধা! বেতন, ভাতা, চাকরি – আরও অনেক কিছু

অর্থ দপ্তরে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্য সরকারি দপ্তরে যেসব চুক্তি ভিত্তিক কর্মীরা কাজ করেন তারা প্রত্যেকেই এই সুবিধা লাভ করবেন। এর মধ্যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি দমকল কর্মী ইত্যাদি ক্ষেত্রে কর্মরত যারা ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত কাজ করেন তারাই এই বর্ধিত পাঁচ লক্ষ টাকা অবসরকালীন অনুদান পাবেন।

বেশ কিছুদিন আগেই দফায় দফায় ঘোষণা করে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের বেতন এবং পদমর্যাদা বৃদ্ধি করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই আসা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন যথাক্রমে ৫০০ টাকা এবং ৭৫০ টাকা বৃদ্ধি করেছেন তিনি। এরই মাঝে চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন বেতন বৃদ্ধি স্বাভাবিকভাবেই যে তাদের আনন্দিত করে তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherje.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল