রাজ্যের সরারি কর্মীদের অনলাইন সার্ভিস বুক নিয়ে উঠে এলো নতুন এই আপডেট! নির্দিষ্ট তারিখের মধ্যেই আপডেট করতে হবে সার্ভিস বুক। আর তাও আবার অনলাইনে। এই E Service Book Update সংক্রান্ত বিষয়ে জানতে হলে দেখে নিন এই প্রতিবেদন।
রাজ্যের সরকারি কর্মীদের বিভিন্ন কাজ এখন হচ্ছে অনলাইনে! সেই মতোই রাজ্যের এই দপ্তরে অনলাইন সার্ভিস বুক আপডেট করার বিষয়ে প্রকাশিত হল সরকারি বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ কাজ করার শেষ তারিখও। নির্ধারিত তারিখের মধ্যে সেরে ফেলতেই হবে এই কাজ।
অনলাইন সার্ভিস বুক আপডেট
রাজ্যের সরকারি কর্মীদের নানা ধরণের সুবিধা অনলাইনের মাধ্যমে প্রদান করার কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। এবারে রাজ্যের Govt Employees -দের অনলাইন সার্ভিস বুক আপডেট করা নিয়ে উঠে এলো নতুন খবর। ইতিমধ্যেই স্যালারি, PF, সরকারি পেনশন, বিভিন্ন ধরণের ছুটির আবেদন, ট্রান্সফার সংক্রান্ত আবেদন থেকে শুরু করে সমস্ত কিছুই হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। এতে কাজ যেমন হয়ে থাকে দ্রুত এবং তেমনই হয় নির্ভুল।
প্রাকাশিত হল E-Service Book Update করার নির্দেশিকা
এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অনলাইন সার্ভিস বুক আপডেট করা বিষয়ে জল্পনা চলছিল অনেক আগে থেকেই। তবে এবারে তার বাস্তব কার্য শুরু হয়ে গেল। এই অনলাইন সার্ভিস বুক আপডেট করার কারণ গুলি হল-
- সরকারি কর্মীদের নানা কাজ দ্রুত ও নির্ভুল করা।
- বেতন, ছুটি সংক্রান্ত বিষয় দ্রুত কার্যকর করা।
- পেনশন ও গ্র্যাচুইটি আপডেট করা।
- GPF ও পেমেন্ট এর দ্রুত করা।
- ফিজিক্যাল সার্ভিস বুক এর থেকে অনলাইন সার্ভিস বুক এর বেশি গুরুত্ব দেওয়া।
অনলাইন সার্ভিস বুক নিয়ে স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে অনলাইন সারভি বুক আপডেট করার জন্য আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে বি, সি, ডি গ্রুপের কর্মীদের দ্রুত এই আপডেট করার কথা বলা হয়েছে।
সেক্ষেত্রে, ছুটি থেকে শুরু করে ট্রান্সফার, GISS, নমিনি সংক্রান্ত আপডেট করার কথা বলা হয়েছে। নিজেদের সার্ভিস বুক আপডেট করে রাখতে হবে। এছাড়াও WBIFMS পোর্টালের মাধ্যমে নিজের নিজের লগইন করে ফ্যামিলি মেম্বার দের তথ্য এবং নিমিনি বিষয়ে আপডেট করে রাখতে হবে।
পশ্চিমবঙ্গে সরকারি ছুটি টানা ৩ দিন! নবান্নের বিজ্ঞপ্তি দেখে নিন।
তবে আপডেট করে নিলেও সাবমিট করার বিষয়ে আপাতত বলা হয়েছে যে, সেটি যেন সাবমিট না করা হয়। পরবর্তী নির্দেশিকা এর জন্য করতে হবে অপেক্ষা। এবারে এই অনালাইন সার্ভিস বুক আপডেট এর কাজ সম্পন্ন হয়ে গেলে রাজ্যের সরকার কর্মীদের অনেক বেশি সুবিধা মিলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন