বর্তমান সময়ে গুগল ছাড়া কিছুই যেন আর ভাবা যায় না। আধুনিক জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জডিয়ে আছে এই Google. একে একে এই Google -এর বয়স এখন ২৫ বছর। সাধারণ মানুষের জীবনে যেখানে তাঁর অবদান এতই বিশাল, তাই আজকেই এই প্রতিবেদনে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
গুগল
সমগ্র ইন্টারনেট দুনিয়াতে বর্তমানে Google -এর অবদান নজর কাড়ার মতোই। সকলের হাতে হাতে ঘুরছে অ্যান্ড্রয়েড মোবাইল। বাড়িতে PC কিংবা Laptop. তবে সবার মধ্যেই যেন চলছে গুগল রাজ! সেই ১৯৮১ সালে ‘TI-99′ এবং কমডোর ’64’ পার্সোনাল কম্পিউটার আসে। তখন কিন্তু ছিল না ইন্টারনেট নামক এই যুগান্তকারী পরিষেবা। এরপর ১৯৮৯ সালে ব্রিটিস বিজ্ঞানী Tim Berners Lee, তৈরি করে ফেলেন এই ‘www’ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
বিভিন্ন ধরণের সার্চ ইঞ্জিন
সারা বিশ্বে বর্তমানে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরণের সার্চ ইঞ্জিন। এর মধ্যে যা যা রয়েছে সেগুলি দেখে নেয়া যাক।
- Bing
- Privacy Search Engines
- DuckDuckGo
- Startpage
- Qwant
- Brave Search
- You.com
- Swisscows
- Iternational Search Engines
- Yandex
- Các Các Search
- Seznamt
- Naver
১৯৯৮ সালে এই Google -এর প্রথম অফিস তৈরি হয় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক এলাকার ‘সুসান ওসিকি’-এর স্বল্প পরিসর গ্যারেজে। আর বর্তমানে ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ-তে সদর দপ্তর হচ্ছে গুগলপ্লেক্স। এবারে দেখে নেয়া যাক, এই Google -এর হাত ধরে পরিচিত হওয়া অন্যান্য সমস্ত পরিষেবার।
- Gmail
- Youtube
- Google Map
- Google Business
- Google Play Store
- Google News
- Google Chat
- Google Meet
- Google Contacts
- Google Drive
- Google Photos
- Google Calendar
- Google Shoping ছাড়াও আরও অনেক কিছু।
বর্তমানে প্রত্যেকদিন ১৫০ টি ভাষাতে সার্চ করা হয়ে থাকে এই Google -এর মাধ্যমে। প্রতিনিয়ত তথ্যের আপডেট, সঠিক তথ্য সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে ইউজার এন্ড, ব্যাক এন্ড থেকে শুরু করে প্রচুর কর্মী কাজ করে চলেছেন। এখন Google -এর কাছে রয়েছে সারা বিশ্ব জুড়ে ২০ টি ডেটা সেন্টার। আর এরই মধ্যে রয়েছে কয়েক লক্ষ কোটি ওয়েব পেজ। এর সাইজ শুনলে চমকে যাবেন। এর পরিমাণ ১০ কোটি গেগাবাইট এর থেকেও বেশি।
দেশজুড়ে অক্টোবরে নিয়ম বদল হচ্ছে ৭ টি বিষয়ে, অক্টোবর থেকেই চালু! দেখুন।
বর্তমানে গুগলের আবনায় রয়েছে AI তথা আর্টিফিসিয়াল ঈন্টেলিজেন্স। আগামী ২৫ বছরে এই Google যে কোথায় গিয়ে পৌছবে, তাঁর আন্দাজ করা খুবই কঠিন। নতুন চমকের অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। এবারে এই গুগল নিয়ে আরও কয়েকটি বিষয় জেনে নেয়া যাক।
Google -এর মালিক কে?
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর তারিখে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন প্রথমে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। এরপরে ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
Google -কে আবিষ্কার করেন?
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন প্রথমে এর আবিষ্কার করেন যৌথভাবে।
Google -এর প্রতিষ্ঠাতা কোন দেশ?
৪ সেপ্টেম্বর ১৯৯৮ মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
Google -এর অর্থ কী?
BBC.COM এর তথ্য অনুসারে, এর কোন মানেই নেই। গুগল নামটি আসলে এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে-যার হলো ১ এর পর একশোটি শূন্য। এ নিয়ে এখন অনেক গল্প প্রচলিত আছে যে, একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন।
Google -এর প্রথম নাম কী ছিল?
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন ব্যাকরাব। পরে তা এই Google -নামের পরিচিতি পায়।
Google -এর মূল সংস্থার নাম কী?
আলফাবেট ইনকর্পোরেটেড হচ্ছে এই সংস্থার নাম।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন