মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স সকলের জেনে রাখা দরকার। প্রতিটি ছাত্রছাত্রীর কাছেই স্কুল জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। তার প্রধান কারণ এতদিন পর্যন্ত কোন ছাত্র-ছাত্রীকেই স্কুলের বাইরে গিয়ে এত বড় ধরনের পরীক্ষা দিতে হয় নি। তাই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, সবাই এই পরীক্ষা নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকেন। তবে এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। রাত পোহালেই মাধ্যমিকের ফলাফলও ঘোষণা হয়ে যাবে। এ এক নতুন দুশ্চিন্তার বিষয়।
বিষয়টি হলো মাধ্যমিকের পর পড়ুয়ারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যতে কোন পথে এগিয়ে যাবে বা মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স কোনটি হবে? মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স নির্ণয় করে জীবনে দিশা ঠিক করা বেশ কঠিন। কারণ এই সময়ে দাঁড়িয়ে একটা ভুল পদক্ষেপ একটি সম্ভাবনাময় জীবনকে নষ্ট করে দিতে পারে।
তবে অধিকাংশ অভিভাবক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী প্রত্যেকেই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা ছাড়া অন্যান্য দিকগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত নয়। তাছাড়া আমাদের সমাজে একটা মিথ চালু রয়েছে যে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সাইন্স নিয়ে পড়াশোনা করেন তারাই মেধাবী বাকিরা পাতে দেওয়ার মত নয়।
তাই অভিভাবকেরা নিজেদের সম্মান রক্ষার্থে এবং পড়ুয়ারা নিজেদেরকে প্রতিযোগিতার বাজারে টিকিয়ে রাখতে সাইন্স নেওয়ার দিকে ঝোঁকে। ফলে বেশিরভাগ সময় দেখা যায় সেই পড়ুয়া উচ্চ মাধ্যমিকের পর স্ট্রিম চেঞ্জ করতে বাধ্য হয়। তাই আজকের প্রতিবেদনে আমরা সাইন্স ,আর্টস, কমার্স সহ মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স গুলি নিয়ে আলোচনা করব।
মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে কোন বিভাগে পড়া উচিত কোন ধরনের কোর্স করলে সহজেই চাকরির বাজারে এগিয়ে থাকা যায় বা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই সম্পর্কে আজকের প্রতিবেদনে বিশদে আলোচনা করা হলো।
নিচে বেশ কিছু মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স নিয়ে আলোচনা করা হলো:-
1) বিজ্ঞান (Science):
মাধ্যমিকের আগ পর্যন্ত যে সমস্ত পড়ুয়াদের অংক, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে বেশি আগ্রহ মনে হয় তাদেরই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার দিকে এগোনো উচিত। মাধ্যমিকের পর বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করলে পরবর্তীতে যে সমস্ত বিভাগে পড়াশোনা করা যায় সেগুলি হল:-
১) ডাক্তার
২) ইঞ্জিনিয়ার
৩) আইআইটি
৪) সফ্টওয়ার ইঞ্জিনিয়ার
৫) ফরেনসিক ডাক্তার
৬) রিসার্চার
৭) মার্চেন্ট নেভি
৮) ফরেস্ট অফিসার
৯) নার্স
১০) এথিক্যল হ্যাকিং
ইঞ্জিনিয়ারিং(Engineering):
ভবিষ্যতে যেসব পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় মাধ্যমিকের পর তাদের প্রধান বিষয় হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং গণিত বেছে নিতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিজিক্স এবং গণিত বিষয়ে বিশেষ ভাবে দক্ষ হতে হবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলে ভবিষ্যতে ক্যারিয়ারের যেসব অপশনগুলি সামনে খোলা থাকে সেগুলি হল:-
১) সিভিল ইঞ্জিনিয়ারিং
২) ম্যকানিক্যল ইঞ্জিনিয়ারিং
৩) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪)কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৫) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
৬)ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
মেডিকেল (Medical):–
যেসব পড়ুয়ারা মেডিকেল নিয়ে পড়তে চান তাদের জন্য মাধ্যমিকের পর সাইন্স নিয়ে এগোনো উচিত। একাদশ শ্রেণীতে সাইন্স এর ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিকে প্রধান বিষয় নিয়ে পড়াশুনা করতে হয়। তবে এই তিনটি বিষয়ের মধ্যে অবশ্যই বায়োলজির উপরে সর্বাধিক দক্ষতা থাকতে হয়। তাই উচ্চমাধ্যমিকে অন্যান্য বিষয়ের সাথে বায়োলজি খুবই মনোযোগ সহকারে পড়া উচিৎ। মেডিকেল নিয়ে পড়াশুনা করলে ভবিষ্যতে যেসব কেরিয়ার অপশন সামনে খোলা থাকে সেগুলি হলো:-
১) ডাক্তার
২) আয়ুর্বেদ
৩) ভেটেনারি
৪) ডেন্টিস
৫) হার্টি কালচার
৬) ফুড টেকনোলজি
৭) হোমিওপ্যাথি
৮) বায়োটেকনোলজি
৯) মেডিসিন
2) আর্টস (Arts):–
আর্টস নিয়ে পড়াশোনা করা পড়ুয়াদের সামনে ভবিষ্যতে UPSC বা ICS এর মত চাকরির সম্ভাবনা থাকে। এছাড়াও আর্টস নিয়ে পড়াশোনা করলে আর্টসেরই বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে শিক্ষকতা করার সুযোগ থাকে। আর্টস নিয়ে পড়া পড়ুয়াদের ভবিষ্যৎ কেরিয়ার অপশন হিসেবে যে চয়েজ গুলি বেঁচে থাকে সেগুলি হল:-
১) পুলিশ
২)শিক্ষকতা
৩)আইনজীবী
৪) আর্মি
৫) সাংবাদিক
৬) লেখক
3) কমার্স (Commerce):–
ভবিষ্যতে যে সমস্ত পড়ুয়ারা চাকরি করতে ইচ্ছুক নয়, তবে বড় হয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে থাকতে চায় তাদের জন্য উপযুক্ত বিষয় হলো কমার্স। কমার্স নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ারে যে সমস্ত দিকগুলি পড়বাদের সামনে খোলা থাকে সেগুলি হল:-
১) ব্যাংকিং
2) একাউন্টান্সি
৩) চার্টার্ড একাউন্টেন্ট
৪) ফিন্যান্স প্ল্যানিং
৫) ম্যানেজমেন্ট একাউন্টিং
৬) একুইটোরিস
আরো বেশ কিছু মাধ্যমিক পরবর্তী কোর্সঃ-
উপরের তিনটি মেইনস্ট্রিম পড়াশোনা বাদেও আরো বেশ কিছু কোর্স রয়েছে যেগুলি নিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। সেগুলি হল:-
1) ITI (Industrial Training Institute):-
মাধ্যমিক পরীক্ষার পর যে সমস্ত পড়ুয়ারা পেশাগত ভাবে দক্ষ হয়ে উঠতে চায় তাদের জন্য আইটিআই খুব ভালো একটি বিভাগ। তবে শুধু মাধ্যমিকের পরেই নয় এইট পাস করার পরেও আইটিআই কোর্স করা যায়। আইটিআই বিভাগটির মধ্যে বেশ কয়েকটি ট্রেড রয়েছে। আইটিআইতে মূলত কোর্স গুলির মেয়াদ হয়ে থাকে এক থেকে তিন বছর। মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স করলে, যারা রেলের বিভিন্ন বিভাগে চাকরি করার স্বপ্ন দেখে তাদের জন্য আইটিআই করা অবশ্যক।
তবে আইটিআইয়ের দুইটি মূল বিভাগ রয়েছে। একটি হলো ইঞ্জিনিয়ারিং আইটিআই যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে ফিজিক্স এবং গণিত নিয়ে পড়াশোনা করতে হয়। অপরটি হল নন ইঞ্জিনিয়ারিং আইটিআই। এই নন ইঞ্জিনিয়ারিং আইটিআই পাস করা একজন পড়ুয়ার সামনে মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স হিসেবে ক্যারিয়ারের যে সমস্ত অপশনগুলি খোলা থাকে সেগুলি হল:-
১) ফিটার
২) ইলেকট্রিশিয়ান
৩) সার্ভেয়ার
৪) মেকানিক্যাল
৫) পাম্প অপারেটর
৬) ড্রেস মেকিং
৭) টুল
৮) ডাই মেকার
2) পলিটেকনিক কোর্স:-
মাধ্যমিকের পর পলিটেকনিক কোর্স ছাত্র-ছাত্রীদের জন্য বেশ উপযোগী। এই কোর্সটি হয়ে থাকে তিন বছরের। পলিটেকনিক পড়ুয়ারা পরবর্তীতে বিটেক কোর্স করলে কোর্সের ক্ষেত্রে এক বছরের ছাড় পায়। পলিটেকনিক পাস করা পড়ুয়ারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোতে চাকরি পেতে পারে। পলিটেকনিক পাস করলে ক্যারিয়ারের যে সমস্ত অপশনগুলি খোলা থাকে সেগুলি হল:-
মাধ্যমিক ২০২৪ নিয়ে বিরাট আপডেট! ছাত্র-শিক্ষক সকলেরই জেনে রাখা ভালো, দেখুন।
১) ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
২) ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
৩) ডিপ্লোমা ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
৪) ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
উপরোক্ত কোর্সগুলি ছাড়াও যেসব মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স নিয়ে পড়াশোনা করা যায় সেগুলি হল:-
১) হোটেল ম্যানেজমেন্ট
২) হাউস কিপিং
৩) প্যারাম্যডিক্যাল
৪) হোটেল অপারেশন
৫) ফুড প্রোডাকশন
এমন আরও বিষয়ে জানতে দেখুন আমাদের পরবর্তী প্রতিবেদন। মাধ্যমিক পরবর্তী সেরা কোর্স ছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করে আগের প্রতিবেদন গুলি একবার চোখ বোলাতেই পারেন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন