নিজস্ব প্রতিবেদনঃ রাজ্যে চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার (HS in Semester) পদ্ধতি! এক্ষেত্রে নতুন সিলেবাস, নিয়ম কানুন সহ প্রকাশিত হয়ে গেল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি (Notice by WBCHSE)। আজকের আলোচনায় সম্পূর্ণ বিস্তারিত দেখে নেয়া যাক।
HS in Semester – Notice by WBCHSE
শিক্ষা জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) পদ্ধতিতে যে এবার আমূল পরিবর্তন ঘটতে চলেছে তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বলা হয়েছিল এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে (Semester System in HS)। বছরে একবার চূড়ান্ত মূল্যায়ন নয়, বরং ছাত্র ছাত্রীদের এক বছরে দুটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম।
আজ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানালেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের থেকেই শুরু হয়ে যাবে এই সেমিস্টার পদ্ধতি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই দুটি বছরে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে তাদের।
প্রথম ও দ্বিতীয় সেমিস্টারটি হবে একাদশ শ্রেণীতে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারটি হবে দ্বাদশ শ্রেণীতে। এর মধ্যে একাদশ শ্রেণির প্রথম পরীক্ষা অর্থাৎ প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষাটি নেওয়া হবে নভেম্বর মাসে। একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই তাদের সর্বশেষ সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় এবং যথেষ্ট সেমিস্টারটি নেওয়া হবে পরবর্তী মার্চ মাসে।
একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই প্রথম প্রথম সেমিস্টার দুটিতে MCQ ভিত্তিক প্রশ্ন থাকবে। পরবর্তী সেমিস্টার পরীক্ষায় পরীক্ষাটি হবে বড় প্রশ্নের উপর ভিত্তি করে। প্র্যাক্টিকাল পরীক্ষা যুক্ত বিষয় নয় যেগুলি, কথা যেসব বিষয় গুলিতে এতদিন পর্যন্ত ৮০ নম্বরের লেখা পরীক্ষা হতো তাদের উভয় সেমিস্টারের চল্লিশ নম্বর বিভাজন করে পরীক্ষা নেওয়া হবে।
আর যে সব বিষয়গুলিতে প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় এবং থিওরি তে থাকে ৭০ নম্বর, তাদের ক্ষেত্রে লেখা পরীক্ষায় নম্বর বিভাজনটি হবে ৩৫ করে। পাস নম্বরের ক্ষেত্রেও বলা হয়েছে উভয় সেমিস্টার মিলিয়ে ছাত্রছাত্রীদের ৩০ শতাংশ নম্বর পেতে হবে।
এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষাটা নেওয়া হবে সম্পূর্ণ বিদ্যালয়ের ভিত্তিক। আগের মত নিজের বিদ্যালয়ই ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। তবে দ্বাদশ শ্রেণীর দুটি পরীক্ষা অর্থাৎ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেওয়া হবে সংসদের তরফ থেকে। এতদিন পর্যন্ত যেমন উচ্চমাধ্যমিক পরীক্ষা হতো সংসদের দেওয়া প্রশ্ন অনুসারে, ঠিক তেমন ভাবেই দ্বাদশ শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দুটি সম্পন্ন হবে।
সংসদ জানিয়েছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের জন্য সংসদ কর্তৃক অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষাটির জন্যএতদিন পর্যন্ত চলে আসা উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুসারেই অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে ছাত্র-ছাত্রীদের।
আরও দেখুন, রাজ্যে ভোট, স্কুল ছুটি! কারণ কী, এখুনি দেখুন
আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে বাংলা, ইংরেজি ইত্যাদি বিভিন্ন বিষয় গুলিতে সিলেবাসে আমূল পরিবর্তনে এসেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে সবথেকে বেশি পরিবর্তন এসেছে বাংলা সিলেবাসে।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নতুন সিলেবাসের বইগুলি সামনে নিয়ে আসবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। বিষয় ভিত্তিক সিলেবাস নিচে দেওয়া রইল। ধন্যবাদ।
Written by Joy Halder.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন