সারা দেশের কৃষকদের পাশে থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে কেন্দ্র সরকার। এবারে PM Kisan যোজনার ১৫ তম কিস্তির টাকা পাওয়া নিয়ে সামনে এলো বিরাট আপডেট। লিস্ট অনুসারে অনেকেই পাবেন না এবারের টাকা। কোন ভুলে এই সমস্যার মধ্যে পড়তে পারেন আপনিও। পি এম কিষাণ যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের দেওয়া হয় বছরে ৬,০০০ টাকা। আর ডিজিটাল লেনদেন করার মাধ্যমে এই প্রকল্পের টাকা সরাসরি চলে যায় কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে। এই প্রকল্প কেন্দ্রের তরফ থেকে চালু করা হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারীতে। এবারে আজকের মূল বিষয়ে যাওয়া যাক।
যারা পাবেন না ১৫ তম কিস্তির PM Kisan -এর টাকা
এখন পর্যন্ত কেন্দ্রের সরকারের তরফ থেকে ১৪ তম কিস্তির টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তবে এই ১৫ তম কিস্তির PM Kisan যোজনার টাকা মিলবে না অনেকেরই। স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোন একজনের মিলবে এই যোজনার টাকা। অনেক আগে থেকি E-KYC করার কাজটিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সেই অনুসারে প্রত্যেক সুবিধাভোগীকে করে ফেলতে হবে এই কাজ। আরও কারণ গুলি জেনে নিন।
- e-KYC না করলে টাকা মিলবে না।
- আবেদনের ক্ষেত্রে নাম ভুল থাকলে বাদ যাবে নাম।
- লিঙ্গ, ঠিকানা কিংবা অন্যান্য যেকোনো ক্ষেত্রে তথ্য না মিললে পাবেন না টাকা।
- ২ হেক্টর মাপের বেশি জমি থাকলে পাবেন না এই সুবিধা।
যেভাবে ঠিক করতে হবে এই সকল ভুল, দেখে নিন।
সম্প্রতি লঞ্চ করা হয়েছে একটি মোবাইল অ্যাপ। আর এই অ্যাপ এর মাধ্যমে নিজের বাড়িতে বসেই করা যাবে নিজের e-KYC এর কাজ। আর নিজের সমস্যা মিটিয়ে নিলেই ফের মিলবে এই PM Kisan যোজনার টাকা।
How to Update e-KYC in PM Kisan
- প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- ডানদিকে থাকা e-KYC অপশনে ক্লিক করতে হবে।
- এবারে আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসাতে হবে ও সার্চ করতে হবে।
- আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার দিতে হবে।
- এবারে OTP আসবে যা, নির্দিষ্ট স্থানে বসাতে হবে।
- এভাবেই সম্পন্ন হবে খুব সহজেই PM Kisan -এর e-KYC করার কাজ।
How to Check PM Kisan Beneficiary Status
- পি এম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ‘Beneficiary Status’ -এ ক্লিক করতে হবে।
- সেখানে নিজের স্ট্যাটাস চেক করার জন্য আধার নাম্বার/ একাউন্ট নাম্বার/ মোবাইল নাম্বার দিতে হবে।
- এবার ‘Get Data’ অপশনে ক্লিক করলেই দেখা যাবে স্ট্যাটাস।
এবারে দেখে নিন কীভাবে করবেন, নিজের আধার লিঙ্ক
পি এম কিষাণ যোজনার ১৫ তম কিস্তির টাকা পেতে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এবার থেকে খুব সহজের করে নেওয়া যাবে এই আধার লিঙ্ক করার কাজ। স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নেয়া যাক।
- PM Kisan -এর ওয়েবসাইটে যেতে হবে।
- এবারে ‘Farmer Corner’ -এ ক্লিক করতে হবে।
- এরপর ‘Edit Aadhaar Failure Records’ অপশনের ক্লিক করতে হবে।
- সেখানে আধার নাম্বারের অপশনে ক্লিক করতে হবে।
- এবারে তথ্য দিয়ে আপডেট করলেই হয়ে যাবে লিঙ্ক করার কাজ।
আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড়ো চমক! পূজোর আগেই 2 হাজার, হাসি ফুটলো মুখে।
PM Kisan যোজনার মাধ্যমে উপকৃত হচ্ছেন সারা দেশের কোটি কোটি মানুষ। তবে সামান্য কিছু ভুল, তা হোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, ভোগান্তির স্বীকার হন অনেকেই। সঠিক সময়ে সহজ সরল পদ্ধতিতে আপডেট করে নেওয়া উচিৎ সকলেরই।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন