মহিলাদের জন্য মোদী সরকারের নতুন স্কিম! আপনি জানেন তো…

নিজস্ব প্রতিবেদনঃ মহিলাদের উন্নয়নের স্বার্থে রাজ্যের সরকার করেছে একাধিক প্রকল্প, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাক লাগিয়েছে গোটা বিশ্বে! এনে দিয়েছে বিদেশের পুরষ্কারও। তবে এই বিষয়ে পিছিয়ে নেই কেন্দ্র সরকার। কারণ এবারে সারা দেশের মহিলাদের জন্য একটি সুবিধা নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। এই সুবিধা তথা MSSC Scheme নামক এই আর্থিক প্রকল্পের সুবিধা এখন থেকে নেওয়া যাবে সমস্ত ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও। কীভাবে কী সুবিধা পেতে পারেন মহিলারা, সেই বিষয়েই আজকের এই আলোচনা। চলুন তবে, আর দেরী না করে শুরু করা যাক বিস্তারিত আলোচনা।

MSSC Scheme will give extra benefits to women

এই MSSC Scheme তথা মহিলা সম্মান সেভিংস স্কিম, ব্যাঙ্ক সহ পোস্ট অফিসের দুর্দান্ত এই স্কিমে টাকা জমানোর দুই বছরের মাথায় মেলে মোটা অঙ্কের রিটার্ন। কিভাবে বিনিয়োগ করবেন এই স্কিমে, জেনে নিন একনজরে। দেশে চালু থাকা টাকা জমানোর স্কিমগুলির মধ্যে পোস্ট অফিসে বিনিয়োগ সবচেয়ে বেশি নিরাপদ ও লাভজনক বলেই মনে করেন আমজনতা। বর্তমানে টাকা বিনিয়োগের একাধিক স্কিম চালু রয়েছে পোস্ট অফিসে। যেখানে টাকা জমালে একটা নির্দিষ্ট সময় পর পাবেন ভালো রিটার্ন।

এরই মধ্যে সম্প্রতি একটি নতুন স্কিম চালু করা হয়েছে। ভারত সরকার বাজেট ২০২৩-২৪-এ একটি নতুন স্কিমের সূচনা করেছে পোস্ট অফিসে। এই স্কিমের নাম (Mahila Samman Savings Certificate)। এখানে টাকা বিনিয়োগের অল্প সময় পরেই বিনিয়োগকারী পান বিরাট অঙ্কের রিটার্ন। এই স্কিমটিতে কিভাবে টাকা বিনিয়োগ করবেন, তা জানতে পড়ুন আজকের এই প্রতিবেদনটি।

চলতি বছর তথা ২০২৩ সালের ১ এপ্রিল থেকে মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটি দেশের সমস্ত পোস্ট অফিসে চালু করে ভারত সরকার। এই স্কিমে মহিলা নাগরিকরা টাকা জমানোর পর বিপুল রিটার্ন পাচ্ছেন বলে জানা যায়। টাকা জমাতে পারেন প্রাপ্তবয়স্ক বিবাহিত/অবিবাহিতা মহিলারা। তবে বিনিয়োগকারী যদি প্রাপ্তবয়স্ক না হন, সেক্ষেত্রে তাঁর অভিভাবক এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এই অ্যাকাউন্টে তিনি জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা পাবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিসের এই স্কিমে টাকা বিনিয়োগের বেশ কিছু শর্ত রয়েছে। যেমন,
১) একজন মহিলা এখানে সর্বনিম্ন ১,০০০ টাকা আর সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমাতে পারবেন।
২) এই স্কিমে যত খুশি অ্যাকাউন্ট ওপেন করা যায়। সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট খোলার তিন মাস পর আর একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
৩) বিনিয়োগকারী খেয়াল রাখবেন, এই স্কিমে আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে। তবে সবকটি অ্যাকাউন্ট মিলে আপনার মোট টাকার পরিমাণ দুই লক্ষ টাকার নীচে হতে হবে।
৪) পোস্ট অফিসের মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে দুই বছরের জন্য টাকা জমানো যায়। আপনি যেদিন অ্যাকাউন্ট ওপেন করবেন, তার দুই বছর পর সুদ-সহ রিটার্ন পাবেন।

আরও পড়ুন, কেন্দ্রের নির্দেশ, ডিসেম্বরের মধ্যেই সারতে হবে এই কাজ! নাহলে গ্যাস আর পাবেন না

অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আপনার হাতে চলে আসবে মোটা টাকার রিটার্ন। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগকারীর যদি মৃত্যু হয় অথবা তিনি যদি কোনোও কঠিন রোগে আক্রান্ত হন, তবে এই স্কিম ভাঙিয়ে তিনি টাকা তুলে নিতে পারবেন। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো উচ্চ সুদের হার। নিয়মানুযায়ী, স্কিমের সুদের হার ৭.৫ শতাংশ। যা নিঃসন্দেহে যথেষ্ট বেশি। আপনার জমা করা অর্থের উপর এই সুদ বসবে। আর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুদ-সহ মোটা টাকা রিটার্ন পাবেন আপনি। অতএব বুঝতেই পারছেন এই স্কিম যথেষ্ট লাভজনক। তাই আর দেরি না করে জলদি এই স্কিমে টাকা বিনিয়োগ করুন। এমন আরও আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল