কেন্দ্রের এই প্রকল্পে বছরে 10 হাজার, পিএম কিষাণ থাকলেও পাবেন! জেনে নিন

PM Svanidhi Yojana: কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বাড়িয়ে দেয় সরকারি সাহায্যের হাত। এর মধ্যে পিএম কিষাণ সারা ভারতে বেশ জনপ্রিয় একটি প্রকল্প। তবে এমন আরও একটি প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পোস্ট করে যা জানালেন, শুনলে হয়তো আপনিও অবাক হবেন। এই তথ্য তিনি স্বয়ং শেয়ার করেছেন নিজের ব্লগে। কাদের মিলবে লাভ, জানতে দেখুন।

মূলত অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে চলেছেন, তাঁদের জন্যই আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েই চালু করা হয়েছিল এই প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প (PM SVANidhi)। এই প্রকল্পের মাধ্যমে লাভ পাবেন তাঁরাই, যারা ছোট ছোট কাজের সাথে যুক্ত রয়েছেন। তাঁদের মিলবে 10 হাজার টাকার সুবিধা। এটি ঋণ হিসেবে দেবে কেন্দ্র সরকার। এই ক্ষেত্রে খুবই সহজ শর্তে দেওয়া হবে ঋণ।

এক্ষেত্রে মূলত আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়া ব্যক্তিদের সাহায্য করবে কেন্দ্র সরকার। তাঁদের মাঝে আর্থিক দৃঢ়তা প্রদানের লক্ষ্যেই চালু হয়েছে এই পিএম স্বনিধি প্রকল্প। মূলত যারা ফল বিক্রেতা, শাক-সব্জি বিক্রেতা, ডিম বিক্রেতা, জামা-কাপড় বা লন্ড্রি এর কাজে যুক্ত ইত্যাদি পেশার সাথে যুক্ত রয়েছেন, তাঁরাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এবারে জেনে নেয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা জানালেন এই বিষয়ে।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা

এখনো পর্যন্ত 9 হাজার 1 শত 52 কোটি টাকার সুবিধা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। এই তথ্য প্রেস বিবৃতি করেই জানিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী ভারতীয় স্টেট ব্যাঙ্কদের একটি পরিসংখ্যান শেয়ার করেছেন নিজের ব্লগেই। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে, বিগত সময়ে আবেদনকারীদের 43 শতাংশ হচ্ছেন মহিলা। উপকৃতদের মধ্যে আবার 44 শতাংশ হলেন অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত। বাকিদের মধ্যে 22 শতাংশ হলেন তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার আর প্যান শুনেছেন, তবে আপার কার্ড! কেন্দ্রের নতুন সংযোজন, দেখুন।

এক্ষেত্রে pmsvanidhi -এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে মার্চ, 2022 পর্যন্ত আবেদনের সুযোগ থাকলেও তা আগামী ডিসেম্বর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রথমে 10 হাজার, পরে, 20 হাজার এবং তৃতীয় পর্যায়ে দেওয়া হয় 50 হাজার টাকার ঋণ। তবে সঠিক সময়ে এই ঋণ পরিশোধ করলেই মিলবে সুবিধা। কীভাবে আবেদন জানাবেন, জানতে আমাদের পরবর্তী প্রতিবেদনে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Joyashree Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল