বাংলার শস্য বীমা যোজনা, এর লাভ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। শস্য শ্যামলা ভরা ভারতে কৃষকদের অবদান সত্যিই অনস্বীকার্য। তাদের ফলানো কষ্টের ফসলেই বেঁচে আছে ভারতের প্রতিটি মানুষ। কিন্তু ভাগ্যের পরিহাসে বারবার তাদেরই যেন কষ্টের সম্মুখীন হতে হয়। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ এলেই প্রথম কোপ পরে কৃষকদের ওপর। তাদের ফসল নষ্ট হয়ে যায়। এর ফলে সেই ফসল বিক্রি করতে না পারায় তাদের উপার্জন গিয়ে দাঁড়ায় শূন্য। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা চিন্তা করে এনেছে ‘শস্য বীমা যোজনা’।
2021 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রথম কৃষকদেরকে আর্থিক কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্বোধন করেন বাংলা শস্য বীমা যোজনা। এই যোজনায় – আমন ধান, আউশ ধান, পাট, জোয়ার, বাজরা, গম তৈলবীজ, ভুট্টা ইত্যাদি ফসলের ক্ষয়ক্ষতি হলে এই বীমার সুবিধা পাওয়া যাবে।
শস্য বীমা যোজনায় আবেদনের যোগ্যতা:
1) যে সমস্ত কৃষকরা এই বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে চান, তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) এই বীমা যোজনায় বেধে দেওয়া ফসলগুলিরই চাষ করতে হবে আবেদনকিরীদের।
3) কৃষকের যতটুকু কৃষি জমি রয়েছে, তার সঠিক পরিমাপের শংসাপত্র প্রয়োজন।
4) যদি কোন কৃষক নিজের জমিতে চাষ না করে কোন লিজ নেওয়া জমিতে চাষ করেন, তবে সেই লিজের জমির কাগজপত্র জমা দিতে হবে।
5) কৃষকের সঠিক পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি জমা দিতে হবে।
6) কৃষকের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং কোন ঋনের ডিফল্টার হলে হবে না।
7) কৃষকের যে ফসল নষ্ট হয়েছে তার সঠিক প্রমাণ অবশ্যই উপযুক্ত নথি সহ জমা দিতে হবে।
8) কোন কোন ক্ষেত্রে ক্ষতি হলে শস্য বীমা যোজনা থেকে সুবিধা পাওয়া যাবে?
9) চাষের সময়কালীন যদি ফসলের কোন ক্ষতি হয়,
10) প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি ফসলের ক্ষয়ক্ষতি হয়,
11) ফসল তোলার পর ওই চাষের জমিতে পড়ে থাকা ফসলের ক্ষয়ক্ষতি হলে,
12) রোপনের সময় যদি ফসলের কোন ক্ষতি হয়।
কি কি নথি প্রয়োজন?
1) শস্য বীমা যোজনায় আবেদন করতে হলে যে সমস্ত নথির প্রয়োজন তার তালিকা নিচে প্রকাশ করা হলো –
2) কৃষকের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা আইডি কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স
3) কৃষকের বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড
4) কৃষকের স্বাক্ষর
5) পাসপোর্ট সাইজ ছবি
6) কৃষকের চাষযোগ্য জমির পরিমাপের কাগজপত্র
7) ব্যাংক থেকে নেওয়া কোন লোন বা পূর্বের লোন পরিশোধেরর কাগজপত্র
8) ফসল ক্ষয়ক্ষতির ছবি ও উপযুক্ত প্রমাণ সহ কাগজপত্র
এই যোজনায় কিভাবে আবেদন করা যাবে?
1) শস্য বীমা যোজনে আবেদন করতে হলে প্রথমে কৃষককে এই যোজনার অফিশিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো https://banglashasyabima.net
2) ওয়েবসাইটে ঢোকার পর হোমপেজ আসবে। সেই হোমপেজে ‘রেজিস্টার’ (Register) অপশনটি দেখাবে।
3) রেজিস্টার অপশন এ ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আবেদন পত্র দেখানো হবে। এবার সেই আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রে উল্লিখিত সমস্ত নথি জমা দিতে হবে।
4) এরপর আবেদন পত্রটিকে জমা দেওয়ার জন্য আপনাকে সাইন আপ (Sign Up) করতে হবে।
5) সাইন আপ সফলভাবে হয়ে গেলে শেষে আপনাকে লগ ইন (Log In) করে সমস্ত নথিপত্র গুলি জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:-
1) এই শস্য বীমা যোজনা এর হেল্পলাইন নাম্বার:- 8336900632, 8373094077, 8336957181
2) ইমেইল:- banglashasyabima@ingreens.in
3) বীমা নিয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে ফোন করুন
18005720258 নম্বরে। তবে অবশ্যই সকাল ১০ টা থেকে বিকেল ৬ টার মধ্যেই ফোন করতে হবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন