Small Business: অল্প পুঁজির ব্যবসায় লাভ দেখলে চক্ষু ছানাবড়া!

Small Business শুরু করে বদলে দিতে পারেন নিজের জীবন। পড়াশোনার সাথে সাথে ঘরে বসেই শুরু করা যেতে পারে ব্যবসা। অল্প পুঁজির ব্যবসায় লাভ প্রচুর। ঝামেলা নেই কোন বাড়তি পুঁজির। তাই বাড়তি চিন্তা থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব। নিজের শ্রম আর একাগ্রতা দিয়ে শুরু করতে পারলে, কে জানে! আপনি হয়তো হয়ে উঠতে পারেন একজন নামী ব্যবসায়ী।

Small Business Idea

যুগ বদলেছে। আর তার সাথে পাল্লা দিয়ে বদলেছে মানুষের চাহিদা। মানুষের জীবন ধারা এতটাই বদলে গেছে যে শখ মেটাতে গিয়েই পকেটে পরছে টান। এখন তো সাংসারিক খরচও তুলনামূলক অনেক বেড়ে গেছে। ফলে পরিবারের একজন মানুষের আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। এখন মানুষ একাধিক রোজগারের পথ খুঁজে চলেছে। শুধু চাকরি দিয়ে এখন আর সংসার চালানো সম্ভব নয়। এবার চাকরি করে এসে আবার অন্য কাজে বাইরে যাওয়াও ভীষণ কষ্টসাধ্য। তাই এখন অনেকেই বাড়িতে বসে এই ছোটখাটো ব্যবসা (Small Business) করার পরিকল্পনা করছেন।

তবে ব্যবসা (Small Business) শুরু করা এতটাও সহজ নয়। শুরু করার কথা ভাবলেই শুরু করা যায় না। এর জন্য নিতে হয় সঠিক পদক্ষেপ। বিচার বিবেচনা না করেই যদি ব্যবসা শুরু করেন তাহলে লোকসান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ব্যবসা শুরু করতে গেলে সবার আগে প্রয়োজন আইডিয়া। আর তারপর সেই অনুযায়ী মূলধন। কাঁচামাল রাখার জন্য জায়গারও প্রয়োজন হয়।

আজ আমরা আপনাদের এমন একটি ব্যবসার (Small Business) কথা বলব, যা শুরু করতে গেলে স্বল্প মাত্রায় পুঁজি দরকার হবে। আপনাদের একবারেই অনেকটা মূলধন বিনিয়োগ করতে হবে না এই ব্যবসার ক্ষেত্রে। আর এটি এমন এক ব্যবসা যার চাহিদা সারা বছর থাকে। কী সেই ব্যবসা? এই ব্যবসা থেকে কত টাকা লাভ করা যাবে? কিভাবে শুরু করবেন এই ব্যবসা? আজকের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাচ্চারা ললিপপ আর ক্যান্ডি খেতে খুব ভালোবাসে। শুধুমাত্র বাচ্চারা বলে নয় বড়রাও কিন্তু এইসব খেতে বেশ পছন্দ করে। আপনি চাইলে ললিপপ ও ক্যান্ডির ব্যবসা শুরু করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। তাছাড়া এই ব্যবসার চাহিদা কিন্তু সারা বছরই থাকে‌। সেই কারণে লোকসান হওয়ারও সম্ভাবনা প্রায় নেই বলাই যায়‌।

নিজের বাড়িতেই এই ব্যবসা শুরু করতে পারবেন। আপনার বাড়িতে যদি ললিপপ ক্যান্ডি তৈরি করার মেশিন রাখার জায়গা থাকে, তাহলে অবশ্যই এই ব্যবসা বাড়িতেই শুরু করা যাবে। অবশ্য এই মেশিন রাখার জন্য খুব বেশি জায়গা লাগে না। বাড়ির এক কোণে রাখলেই হল। এই মেশিনের বিশেষত্ব হলো আপনি যে কোন আকৃতির ললিপপ তৈরি করতে পারবেন। তবে কাঁচামাল প্রয়োজন হবে এই ব্যবসার ক্ষেত্রে। তাহলে জেনে নেওয়া যাক, কী কী কাঁচামাল লাগবে?

ললিপপ তৈরি করতে গেলে সবার প্রথমেই লাগবে চিনি। এরপর তেল ও লিকুইড গ্লুকোজ। রংবেরঙের ললিপপ তৈরি করতে গেলে প্রয়োজন হবে ফুড কালারের। চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ফুড কালার কিনতে। মেশিনে ললিপপ তৈরির সব সামগ্রী দিয়ে দেওয়ার পর নিজে থেকেই তৈরি হয়ে যাবে। বাজার থেকে সহজেই এই মেশিন আপনি কিনতে পারবেন‌‌। তবে এক্ষেত্রে একটু বেশি অর্থ বিনিয়োগ করতে হবে আপনাকে।

আরও পড়ুন,ঘরে বসে ইনকাম করার 9 টি টিপস, আয় হবে লাখ টাকা!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাইলে আপনি লোন নিতেও পারেন। এই Small Business -এর ক্ষেত্রে সরকার লোনের ব্যবস্থা করে দেয়। একটি মাত্র মেশিন ব্যবহার করে গোটা দিনে ২ হাজার টি ললিপপ বানানো যায়। আপনি যদি সঠিক উপায়ে এই ব্যবসাটি করতে পারেন তাহলে প্রতি মাসে কম করে ৫০ হাজার টাকা লাভ করবেন। পরবর্তী সময়ে ব্যবসা যদি বৃদ্ধি করতে পারেন তাহলে লাভের পরিমাণ আরও বেড়ে যাবে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল