মানা হয় নি সরকারি নির্দেশ, সময় পেরিয়ে গিয়েছে! ঘোর বিপদের থেকে রেহাই পেতে আজই করুন একাজ

নিজস্ব প্রতিবেদনঃ আধার কার্ডের গুরুত্ব কারো নেই অজানা! রেশন তোলা থেকে শুরু করে ব্যাঙ্কিং কিংবা জমি, জায়গা কেনা – সবেতেই আধারের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। Aadhaar Update ফ্রিতে হয়তো অনেকেই করে নিয়েছেন। তবে সরকারি নির্দেশ অমান্য করলে পড়তে হতে পারে মহা বিপদে। কীভাবে বাঁচা যাবে এই ধরণের বিপদের হাত থেকে, জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।

বিগত সেপ্টেম্বরের ১৪, ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত ছিল ফ্রি আধার আপডেট করার শেষ তারিখ। সেই তারিখ আগামী ডিসেম্বরের ১৪, ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই করে উঠতে পারেন নি এই আপডেট করার কাজ। প্রসঙ্গত জানিয়ে রাখি, সঠিক সময়ে আপডেট না করার কারণে বাতিল হয়েছে কোটি কোটি প্যান কার্ড।

প্যান কার্ডের সাথে আধার (Aadhaar) লিঙ্ক না করার কারণে CBDT ১১.৫ কোটি প্যান বাতিল করেছে। সিবিডিটি এর তথ্য অনুসারে, প্রায় ১১.৫ কোটি প্যান কার্ড (PAN), যা আধারের সাথে সংযুক্ত নয়, সেগুলি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) দ্বারা বাতিল করা হয়েছে। সুতরাং কেন্দ্রের নির্দেশ মেনে সব কিছুই আপডেট করে রাখা দরকার।

আধার কার্ডের বয়স যদি হয়ে যায় ১০ বছর বা তার থেকে বেশি তাহলে অবশ্যই তা আপডেট করা দরকার। UIDAI -এর নির্দেশিকা অনুসারে বিনামূল্যে করা যাচ্ছে এই কাজ। এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে রেজিস্টার্ড মোবাইলে পাঠানো হচ্ছে মেসেজ। আপনিও কী পেয়েছেন এমন কোন সতর্কবার্তা! অনেকে আবার আপডেট করার পরেও পাচ্ছেন এই ধরণের আধার আপডেট সংক্রান্ত মেসেজ। তাদের জন্য ভয়ের কিছু নেই। আপডেট করা হয়ে গেলে আপনার আর কোন চিন্তার দরকার নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন

  • প্রথমে myaadhaar.uidai.gov.in যান।
  • এখন এই পোর্টালে লগ ইন করুন এবং ‘নাম / লিঙ্গ / জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট করুন’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এর পরে আপনাকে ‘আপডেট আধার অনলাইন’ (Aadhaar Update) এ ক্লিক করতে হবে।
  • ডেমোগ্রাফিক বিকল্পগুলির তালিকা থেকে ‘ঠিকানা’ নির্বাচন করুন এবং ‘আধার আপডেট করতে ‘এগিয়ে যান’ এ ক্লিক করুন।
  • একটি স্ক্যান করা অনুলিপি আপলোড করুন এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক তথ্য লিখুন।
  • একটি নম্বর SRN জেনারেট করে হবে, যা আপনি ট্র্যাক করতে পারবেন।
  • চেক করার পরে, আপনার আধার আপডেট করা হবে এবং আপনি এসএমএসের মাধ্যমে তথ্য পাবেন।

আরও পড়ুন, আধার কার্ড সুরক্ষিত না করলে ব্যাংকের টাকা জলে! পদ্ধতি দেখুন।

আধার থেকে শুরু করে সমস্ত তথ্য অনলাইনে আপডেট করার নিয়ম, নতুন আবেদন প্রক্রিয়া, এর সমস্ত কিছুই বর্তমানে অনলাইনে হয়ে থাকে। সেক্ষেত্রে সঠিক সময়ে সঠিক আপডেট আসতেই থাকে। এই সকল বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। আপডেট পেতে যুক্ত থাকুন হোয়াটস্যাপ গ্রুপে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল