নতুন পলিসিতে দারুণ লাভ, এই এলআইসি পলিসির খুঁটিনাটি জেনে তবেই বিনিয়োগ!

LIC Saral Pension

নিজস্ব প্রতিবেদনঃ পোস্ট অফিসের নতুন ফাটাফাটি স্কিম! বিনিয়োগ করলেই প্রতিমাসে মিলবে হাজার হাজার টাকা। পোস্ট অফিসের নতুন স্কিমে টাকা জমালে মিলছে চড়া সুদ-সহ দারুণ রিটার্ন। এমনকি ঘরে বসেই প্রতিমাসে পেয়ে যাবেন কয়েক হাজার টাকা। সিঙ্গেল ব্যাক্তি থেকে দম্পতি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন সকলেই। উপার্জনের টাকা দ্বিগুণ করার অন্যতম উপায় হল বিনিয়োগ। আর বিনিয়োগের জন্য একাধিক স্কিম চালু রয়েছে বাজারে।

তবে জনসাধারণের ঝোঁক থাকে পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগের। কারণ, পোস্ট অফিসের স্কিমগুলি যেমন নিরাপদ তেমনই মেলে দুর্দান্ত রিটার্ন। স্কিমগুলি মাসিক, বার্ষিক অথবা দীর্ঘ সময়ের হয়ে থাকে। এক তো ভালো রিটার্ন, অন্যদিকে, একাধিক সুবিধা। সমস্ত দিক থেকেই লাভজনক পোস্ট অফিসের যোজনা গুলি। সম্প্রতি পোস্ট অফিসের তরফে একটি নয়া স্কিম চালু হয়েছে, যেখানে বিনিয়োগ করলে প্রতি মাসে মিলবে ৯ হাজার টাকা। কিভাবে বিনিয়োগ করবেন এখানে? মানতে হবে কী কী নিয়ম? আসুন জেনে নিই সে বিষয়ে বিস্তারিত।

পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম
পোস্ট অফিসের একটি উল্লেখযোগ্য স্কিম হল ‘এমআইএস’ বা ‘মাসিক ইনকাম স্কিম’। এই স্কিম পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। স্কিমটি ভারত সরকার দ্বারা সমর্থিত যা প্রতি মাসে আয়ের পথকে সুনিশ্চিত করে। এই স্কিমে আমানতকারী একটি নির্দিষ্ট সুদের হার মাসে মাসে রিটার্ন পেয়ে থাকে। এমআইএস বা মাসিক ইনকাম স্কিমে প্রায় ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সঠিকভাবে এখানে বিনিয়োগ করতে পারলে মাসে মাসে আয়ের দরজা খুলে যাবে গ্রাহকদের  জন্য।

পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করবেন যেভাবে
পোস্ট অফিসের এই স্কিমে ক্ষুদ্র ও বৃহৎ উভয় সঞ্চয় প্রকল্পেই বিনিয়োগ করা যায়। তবে খেয়াল রাখতে হবে, বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বোচ্চ একটি সীমা রয়েছে। এই স্কিমে নাবালক থেকে প্রাপ্তবয়স্ক, সিঙ্গল ব্যাক্তি থেকে দম্পতি সকলেই বিনিয়োগ করতে পারেন। তবে, বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

একজন গ্রাহক চাইলে ন্যুনতম ১০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন। আর সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে, স্বামী-স্ত্রী যদি যৌথভাবে বিনিয়োগ করতে চান তবে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। এই স্কিমে বিনিয়োগ করা যায় পাঁচ বছরের মেয়াদে। কিন্তু চাইলে এই মেয়াদ বাড়াতে পারেন। সংশ্লিষ্ট স্কিমে বিনিয়োগ করতে হলে সরাসরি পোস্ট অফিসে গিয়েই বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। এমন আরও নানা আপডেট পেতে দেখুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল