নিজস্ব প্রতিবেদন: বি এড (WB B.Ed) কোর্স নিয়ে এবারে সামনে আসছে নতুন এই আপডেট! জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত আপডেট এসেছে অনেক আগেই। তবে বাংলায় এই নীতি অনুসারে বি এড কোর্স কী হতে চলেছে ৪ বছরের। আজকের প্রতিবদনে জেনে নেয়া যাক বিস্তারিত।
New Update on B.Ed Course Under NEP
NEP অর্থাৎ National Education Policy বা নতুন শিক্ষানীতির ক্ষেত্রে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছে। পুরনো শিক্ষা ব্যবস্থায় গ্রেজুয়েশন কোর্স ছিল তিন বছরের জন্য।
আগে এই কোর্সে বার্ষিক ভিত্তিতে পরীক্ষা হতো এবং তারপর তিন বছরে ছয়টি সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। তবে পুরনো নিয়ম অনুসারে (WB B.Ed) পাস বা অনার্স (Bachelor of Education) উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের তিন বছর সেই কোর্সে পড়াশোনা করতে হতো।
তবে নতুন শিক্ষানীতি অনুসারে জানা যাচ্ছে অনার্স কোর্স হবে চার বছরের জন্য এবং পাস কোর্স এর ছাত্র-ছাত্রীদের পড়তে হবে তিন বছরের জন্য। এরই মধ্যে RCI এর তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে বিএড কোর্সের ক্ষেত্রেও কিছু নিয়ম বদলের কথা। জানা গেছে পূর্বে চালু থাকা ২ বছরের (WB B.Ed) বিএড কোর্স বন্ধ হয়ে চার বছরের বিএড কোর্স চালু হতে চলেছে।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর তরফ থেকে নতুন করে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি এর ব্যবস্থা করা হচ্ছে। ২০২০ নিউ এডুকেশন পলিসি অনুসারে এই ব্যবস্থা চালু হবে। পূর্বে চালু থাকা দু বছরের যে স্পেশাল বি এড কোর্স চালু ছিল, নতুন করে তাতে আর কোন অনুমতি দেওয়া হবে না।
সরাসরি ডাউনলোড করুন বি.এড সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২০ -র নতুন শিক্ষানীতিকে মান্যতা দিয়ে যাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোন শিক্ষা প্রতিষ্ঠান দু বছরের বি এড স্পেশাল এডুকেশন এর মান্যতা বা অনুমতি না দেয় সে বিষয়ে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিএড কোর্সকে চালু রাখতে চাইছে তারা নতুন করে অনলাইন পোর্টাল চালু হওয়ার পর চার বছরের স্পেশাল বি এড কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারে।
এবার আমাদের রাজ্যে নতুন এই শিক্ষানীতি মেনে বিজ্ঞপ্তি অনুসারে চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। নতুন আপডেট পেতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন।
আরও জানতে দেখুন, পড়ার খরচ দিচ্ছে টাটা! আবেদন শুরু হলো, দেখুন
তবে এ বিষয়েও নিশ্চিত করে জানানো হয়েছে যারা এই নতুন শিক্ষানীতি অনুসারে, চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করেননি অর্থাৎ তার আগে বিএড কোর্স করেছেন তাদের উপর এই নতুন শিক্ষানীতি কোন প্রভাব বিস্তার করবেন না। এমন আপডেট আরো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন