আর্থিক লেনদেন করতে SBI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য নতুন একটি আপডেট! এতদিন এটাই জানা ছিল যে, টাকা তোলার ক্ষেত্রে ATM এর নির্ধারিত টাকা তোলার ফ্রি সুবিধার পরেই লাগতো বাড়তি চার্জ। তবে এবারে যা জানা যাচ্ছে যে, টাকা জমা করতে গেলেও দিতে হবে বাড়তি টাকা। এটি State Bank of India এর গ্রাহকদের জন্য একটি বড়ো খবর। এবার থেকে যেকোনো গ্রাহকের একাউন্টে টাকা জমা করার ক্ষেত্রেই লাগবে এই বাড়তি টাকা! আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেয়া যাক।
ব্যাঙ্কের নিয়মে SBI গ্রাহকদের লাগবে টাকা জমায় বাড়তি চার্জ!
এবার থেকে SBI এর নতুন টাকা জমা করার নিয়ম জেনে রাখা ভালো। কারণ এবার থেকে ATM মেশিনের মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে লাগবে বাড়তি টাকা। ATM এর মেশিনের সাথেই টাকা জমা করার ব্যবস্থা করা থাকে অনেক ক্ষেত্রে। আর এবারে সেই মেশিনের মাধ্যমে নগদ অর্থ জমা করার ক্ষেত্রে লাগবে বাড়তি টাকা। বর্তমানে ব্যাঙ্কের ভেতরে গিয়ে অনেকেই লাইন দিতে চান না। এছাড়াও এই মেশিনে টাকা জমা দেবার সুবিধা চালু থাকে 24 ঘন্টা। সেই কারণে যেকোনো সময়েই টাকা জমা করার সুবিধা পান গ্রাহকেরা।
এবারে টাকা জমা করতে গেলে মাঝে মাঝেই একটু নরম নোট, কলমের বা পেন্সিলের দাগ দেওয়া নোট ফিরিয়ে দেয় ঐ সকল মেশিন গুলি। তবে ব্যাঙ্কের কাউন্টারে এই টাকা জমা করতে গেলে গ্রাহকদের খুব কমই এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। আবার বেশ কিছু মেশিনে উল্লেখ করেও দেয়া থাকে যে, সেই মেশিনে কোন কোন নোট গ্রহণ করা হবে। তবে 100 টাকা মানের কম নোট জমা করা যায় না ঐ সকল মেশিনে।
ভিডিও দেখতে ক্লিক করুন মাঝে থাকা প্লে- বাটনে!
কত টাকা টাকা হবে এই SBI ATM মেশিনে টাকা জমা করলে!
এক্ষেত্রে যা জানা যাচ্ছে, টাকা জমা প্রক্রিয়া খুবই সুরক্ষার সাথে মাত্র 2-3 মিনিটেই সম্পন্ন হয়ে যায়। সাথে সাথেই নির্দিষ্ট একাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। মোবাইলে SMS পাঠিয়েও এই বিষয়ে জানিয়ে দেয় SBI Bank. তবে এক্ষেত্রে টাকা জমা করার সাথে সাথেই গ্রাহকের একাউন্ট থেকে 25 টাকা কেটে নেয়া হয়। তবে এই টাকা জমা করা টাকার অঙ্কের সাথে হিসেব করেই কাটা হয়। তবে জমা করার টাকা অঙ্কের প্রতি বারের সর্বোচ্চ সীমা হয়ে থাকে 49 হাজার টাকা। এই মেশিনের সাহায্যে বিভিন্ন একাউন্টে টাকা জমা করা সম্ভব।
পোস্ট অফিসে প্যান আধার লিঙ্ক কীভাবে করবেন, বাড়ছে সময়সীমা! দেখে রাখুন।
উপসংহার
ব্যাঙ্কের পরিষেবা আগের থেকে হয়েছে অনেক বেশি উন্নত। সুরক্ষার দিক থেকেও দেওয়া হচ্ছে বাড়তি সুবিধা। এখন SBI Bank এর ক্ষেত্রে অনলাইন ব্যাঙ্কিং, YONO, ATM, ছোট শাখা ব্যাঙ্ক চালু করার ফলে সাধারণ মানুষ 24 ঘন্টা অর্থাৎ ছুটির দিনেও নিতে পারছেন লেনদেন সংক্রান্ত সুবিধা। তবে বিভিন্ন নতুন নতুন নিয়ম না জানার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। ব্যাঙ্কের নানা আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন