লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্টেই পেতে চলেছেন 10 হাজার টাকা – কবে পাবেন, দেখুন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্টের আপডেট

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে অনেকেই পেতে চলেছেন 10 হাজার পর্যন্ত টাকা! অবাক হলেন তো। এবারে বাংলার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর। তবে আগস্ট মাসের কত তারিখে এই টাকা ঢুকবে, এই নিয়ে সামনে চলে এসেছে বিশেষ আপডেট। যদি আপনি টাকা পেয়েও থাকেন, তাহলেও এই প্রতিবেদনটি জেনে রাখুন। কারণ ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে।

আজকের প্রতিবেদনে জানা যাবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যাদের টাকা বন্ধ ছিল, তাদের অনেকেরই একাউন্টে ঢুকতে চলেছে কারো এক হাজার আবার কারো পাঁচ বা দশ হাজার টাকা পর্যন্ত। দারণ এই সুখবর নিয়ে সামনে এলো নতুন আপডেট।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা প্রাপ্তি।

গত 2021 সালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন। এক্ষেত্রে সাধারণ মহিলারা পেতেন 500 টাকা করে আর SC, ST ও অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির মহিলাদের মিলেছে 1000 টাকা। এই টাকা 2021 সালের সেপ্টেম্বর থেকে পেতে শুরু করেন তারা।

এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকা পেলেন!

হিসেব করলে দেখা যায়, প্রথমেই যারা এই সরকারি প্রকল্পের মাধ্যমে একাউন্ট করেছিলেন, তারা এখন পর্যন্ত মত 23 মাসের প্রাপ্ত টাকা পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে অনেকে পেয়েছেন মোট 11 হাজার 500 টাকা এবং অনেকে পেয়েছেন 23 হাজার টাকা। তবে এবারে কথা হল, কাদের একসাথে ঢুকতে চলেছে বড় অংকের টাকা।

প্রথমেই যারা আবেদন করেছিলেন এবং কয়েকমাস টাকা পাবার পর আবার নিজেদের কাস্ট সার্টিফিকেট জমা করেছিলেন, 1000 টাকা পাবার জন্য। সেক্ষেত্রে তারা যে 500 টাকা করে পাচ্ছিলেন, সেই টাকাও সাময়িক বন্ধ রাখা হয়েছিল একাউন্ট আপডেট করার জন্য। এবারে যাদের যাদের এই একাউন্ট আপডেট শেষ হয়ে গিয়েছে, তারা সকলেই একসাথে পেতে চলেছেন এই বিপুল অংকের টাকা।

নিচে থাকা ভিডিওতে বিস্তারিত জানতে মাঝের প্লে-বাটনে ক্লিক করুন।

তবে আরো একটা বিষয় খেয়াল রাখা দরকার। নিজের একাউন্টের সমস্ত ব্যাংকের তথ্য আপডেট রাখা দরকার। এছাড়া বিভিন্ন ধরণের লিংক করা বিষয়টিও নজরে রাখা দরকার। হিসেব অনুযায়ী প্রায় 3 লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অংকের পরিবর্তন হবে। সুতরাং তাদের জন্য একসাথে এই টাকা ঢুকলে বেশ কাজের হবে এই বিষয়টি।

কিছু টাকা জুলাই মাসে আপডেট হয়েছে। আর বাকিদের টাকা এই আগস্টে আপডেট হয়ে যাবে। অনেকেই 7-8 মাস বা তার বেশি সময় ধরেই টাকা পাচ্ছিলেন না। তাদের সকলের টাকা একে একে তারা পেয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট এর আপডেট হয়ে গেলেই টাকা তাদের একাউন্টে পেয়ে যাবেন।

500 Rupee Note: নোটের নাম্বারে এই চিহ্ন থাকলেই কি জাল নোট!
কী জানাচ্ছে RBI, দেখুন।

যাদের 60 বছর বয়স হয়ে যাবে, তারা সকলেই সরাসরি 1000 টাকা করে পেতে শুরু করবেন। এক্ষেত্রে আর তাদের নতুন করে আবেদন জানাতে হবে না। আগে যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় 500 করে পাচ্ছিলেন, তারা এবারে সরাসরি বার্ধক্য ভাতা বাবদ পেতে থাকবেন 1000 টাকা করে। সেক্ষেত্রেও যদি কারো টাকা কয়েক মাস আটকেও থাকে, তাহলেও তারা একসাথে সব টাকা পেয়ে যাবেন।

আগস্ট মাসের টাকা কবে ঢুকবে! সরকারি আপডেট।

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আগস্টের ককবে ঢুকবে, এই নিয়ে সামনে এসেছে বড়ো আপডেট। এক্ষেত্রে জানা যাচ্ছে যে, মাসের শুরুর দিকেই এই টাকা সকলের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাংকে কোন আপডেট সংক্রান্ত কাজ আগে থেকে কমপ্লিট করে রাখা খুবই দরকার।

উপসংহার

পরিশেষে বলে রাখি, বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পের সমস্ত ধরণের আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এই আপডেট সামান্য সময় ব্যয় করে হলেও নিজের পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলবেন না। প্রতিবেদন ভালো লাগলে ওপরে থাকা স্টার সংখ্যা দ্বারা আমাদের একটি রেটিং করে দিলে আমরা বিশেষ কৃতজ্ঞ থাকবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল