আধার শিলা পলিসিতে বিরাট সুযোগ! লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন মানুষ আয় আর ব্যয়ের পাশাপাশি সঞ্চয় ও বিনিয়োগের দিকেও বিশেষ খেয়াল রাখেন। এক্ষেত্রে মহিলারাও পিছিয়ে নেই। তাই এলআইসি তার মহিলা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন প্রকল্প। মূলত মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই এই বিশেষ যোজনা।
এই প্রকল্পটির নাম ‘আধার শিলা’। মাত্র 29 টাকা বিনিয়োগের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন 4 লাখ টাকা! কারা এই যোজনায় অংশগ্রহণ করতে পারবেন? কিভাবে 29 টাকা বিনিয়োগ করে 4 লাখ টাকা পাবেন? কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে? কী কী সুবিধা পাবেন এই যোজনা থেকে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের প্রতিবেদনটি ভালোভাবে পড়তে হবে।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই নয়া যোজনায় রয়েছে বিশেষ কিছু সুবিধা। 2020 সালের 1 লা ফেব্রুয়ারি থেকে এই পলিসির যাত্রা শুরু। তবে সম্প্রতি এই জীবন বীমা পলিসি মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই পলিসের নাম ‘আধার শিলা’ কেন? আসলে এই পলিসিতে কেবলমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে মহিলাদের বৈধ আধার কার্ড থাকতে হবে। এই পলিসিতে যেমন জীবন বীমার সুবিধা রয়েছে, সেই ভাবেই রয়েছে সঞ্চয়ের সুবিধা। এমনকি পলিসি হোল্ডার চাইলে নির্দিষ্ট মেয়াদের পর ঋণ নিতেও পারবেন। এবার আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেখে নিন-
‘আধার শিলা’ পলিসি তে কারা বিনিয়োগ করতে পারবেন!
এই প্রতিবেদনের প্রথম দিকেই আমরা বলেছি এই আধার শিলা পলিসি মহিলাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, একমাত্র মহিলারাই এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। তবে সেক্ষেত্রে মহিলাদের কাছে আধার কার্ড থাকতে হবে। আর আমানতকারীর বয়স হতে হবে ন্যূনতম 8 বছর থেকে সর্বোচ্চ 55 বছরের মধ্যে। এই পলিসিতে ন্যূনতম 10 বছরের মেয়াদে বিনিয়োগ করা যাবে। আমানতকারী মহিলা সর্বোচ্চ 20 বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। তবে মহিলার বয়স 70 বছর অতিক্রম করলে আর এই সুবিধা তিনি পাবেন না।
29 টাকা বিনিয়োগ করে 4 লাখ টাকা, কিভাবে!
যদি আমানতকারী মহিলার বয়স 30 বছর ধরা হয়, আর তিনি 20 বছরের জন্য এই আধার শিলা পলিসিতে অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে, আধার শিলা পলিসিতে 29 টাকা বিনিয়োগের মাধ্যমে 4 লাখ টাকা পেতে গেলে 20 বছরের জন্য এই যোজনায় তাকে বিনিয়োগ করতে হবে। এই 20 বছর তাকে প্রতিদিন 29 টাকা করে বিনিয়োগ করতে হবে। এতে তিনি প্রথম বছর 4.5 শতাংশ ট্যাক্স সহ 10 হাজার 959 টাকা বীমার প্রিমিয়াম জমা করবেন।
এরপর থেকে প্রতিবছর তিনি বীমার প্রিমিয়াম জমা করবেন 10 হাজার 723 টাকা। এভাবে তিনি চাইলে প্রতি মাসে বা প্রতি 3 মাস অন্তর কিংবা প্রতি 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর এই প্রিমিয়াম জমা করতে পারবেন। টানা 20 বছর এইভাবে বীমার প্রিমিয়াম জমা করতে পারলে, তিনি মোট 2 লাখ 14 হাজার 696 টাকা জমা করবেন। মেয়াদ শেষে তিনি সুদ সহ 3 লাখ 97 হাজার টাকা পাবেন।
কত টাকা প্রিমিয়াম!
এলআইসি এই বীমার আওতায় ন্যূনতম 75 হাজার টাকার নিশ্চিত বীমা রাশির প্রতিশ্রুতি দেয়। এছাড়াও এই বীমার আওতায় আমানতকারী সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত নিশ্চিত বীমা রাশি পাবেন। এই পলিসিতে দুর্ঘটনাজনিত বীমাও কভার হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিদিন 29 টাকা করে বীমার প্রিমিয়াম জমা করতে হবে।
এই বিমার সুবিধা কী কী ?
1. এই বিমার আওতায় পলিসি শুরুর 5 বছরের মধ্যে আমানতকারীর মৃত্যু হলে বীমার সাম অ্যাসিয়োর্ড এর সমান পরিমাণ টাকা এলআইসি নমিনি কে দেবে।
2. পলিসি শুরুর 5 বছর পর আমানতকারীর মৃত্যু হলে এলআইসি নমিনি কে সাম অ্যাসিয়োর্ড ও বোনাস দেবে।
3. বীমা শুরুর 3 বছর পর পলিসি থেকে ঋণ নেওয়া যাবে।
4. ধারা 10D অনুযায়ী মেয়াদের পর এই পলিসির বীমার রাশি ট্যাক্স ফ্রি।
আরও পড়ুন,
SBI ব্যাঙ্কে টাকা জমা দিতে লাগবে চার্জ! কত টাকায় কত লাগবে, দেখুন।
উপসংহার
আধার শিলা প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ করতে এই প্রতিবেদনে দেওয়া তথ্য জেনে উপকৃত হলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়া আরও নানা আর্থিক বিনিয়োগ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।
পোস্ট অফিসে প্যান আধার লিঙ্ক কীভাবে করবেন, বাড়ছে সময়সীমা! দেখে রাখুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন