PF Update: প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি! জেনে রাখুন

PF Update

নিজস্ব প্রতিবেদনঃ অবশেষে হয়ে গেল পিএফ সংক্রান্ত (PF Update) এই সমস্যার সমাধান! সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। কী বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে, কতটা বাড়তি সুবিধা মিলবে এবার থেকে, তা জেনে নেয়া যাক বিস্তারিত।

Latest News for Teachers’ PF Update

পিএফ বা প্রভিডেন্ট ফান্ড (PF Update) ট্রান্সফারের ক্ষেত্রে ছয় মাসের অবশিষ্ট পেয়ে প্রদানের বিষয়টি সম্পর্কিত যাবতীয় সমস্যা অবশেষে নিষ্পত্তি হতে চলেছে। সরকারের তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখন থেকে স্কুল শিক্ষা দপ্তরে কর্মরত চাকরির স্থান বদল করার ক্ষেত্রে পিএফ ট্রান্সফার করতে গেলে যত দীর্ঘ সময়ই লাগুক না কেন, পিএফ এর ইন্টারেস্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না।

এবার থেকে পিএফ ট্রান্সফারের ক্ষেত্রে ছয় মাসের বেশি দেরি হলেও সুদসহ তার সম্পূর্ণটাই পাবেন শিক্ষক ও শিক্ষা কর্মীরা। সঙ্গে সরকারি তরফ থেকে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বেশ কয়েকটি তথ্য। দেখে নিন সেগুলি কি কি।

১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে ১৯৯৫ সালের ২৬ সেপ্টেম্বরে জারি করার নিয়ম অনুযায়ী GO নম্বর ১৩৪-SE(B) এর ভিত্তিতে ট্রান্সফারের ক্ষেত্রে ইন্টারেস্ট প্রদান করার সময়সীমা নির্ধারণ করা ছিল ছয় মাস পর্যন্ত। একজন শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মী যদি চাকরি থেকে অবসর গ্রহণ করেন বা মারা যান তবে সেই সংশ্লিষ্ট তারিখ থেকে তার প্রভিডেন্ট ফান্ড এর টাকা হিসাব করা হবে এবং সেই তারিখ থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই ইন্টারেস্ট দেওয়ার নিয়ম কার্যকর ছিল।

২) যে সময় উপরে উল্লিখিত নিয়ম কার্যকর হয়েছে সে সময় ট্রান্সফারের বিষয় গুলি চালু হয়নি। তবে ট্রান্সফার চালু হওয়ার পর এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কারণ যে শিক্ষক বা শিক্ষা কর্মী, নিজের চাকরি ক্ষেত্র স্থানান্তর করেছেন তাকে নতুন স্থানে জয়েন করার পর ইন্টারেস্ট সহ পিএফ পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হয়।

এই সমস্ত আবেদন প্রক্রিয়া ছয় মাসের মধ্যে যদি সম্পন্ন নাও হয় সে ক্ষেত্রেও তিনি শুধুমাত্র সেই ছয় মাসের টাকায় পেতেন। কারণ এই সম্পর্কিত নতুন কোন বিজ্ঞপ্তি ছিল না। তার অতিরিক্ত টাকাতে যে বিদ্যালয়ে তিনি আগে কাজ করতেন সেই বিদ্যালয়ের পিএফ অ্যাকাউন্টে সংযুক্ত করা হতো।

PF Update

৩) এক্ষেত্রে ছয় মাসের পরবর্তী পিএফ এর টাকা যাতে ট্রান্সফার গ্রহণ করা শিক্ষক বা শিক্ষা কর্মী ঠিক মত পেয়ে যান তাই ২৬/৯/১৯৯৫ এর প্যারা ৬বি এর পর যুক্ত হয়েছে এবং বলা হয়েছে সেই চাকরিজীবীর পিএফ তার নতুন কর্মক্ষেত্রে ট্রান্সফার করতে যতটা সময় লাগুক, সেই সময় ৬ মাসের বেশি হলেও তাকে সম্পূর্ণ ইন্টারেস্টের টাকাটা প্রদান করা হবে।
Written by Joyeeta Mukherjee,
Kolkata.

আরও দেখুন, ফের টানা ৪ দিনের ছুটি! অর্ডার দেখুন

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল