পোস্ট অফিসের এই স্কিমে পান চমকপ্রদ রিটার্ন!

Post Office এর যেকোনো স্কিম সাধারণ মানুষের সুবিধার্থেই তৈরি। বর্তমানে মানুষ মুদ্রাস্ফীতি ও তার মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে নাজেহাল। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ নিজেদের গচ্ছিত অর্থ এমন জায়গায় রাখতে চাইছে যেখানে অর্থ সুরক্ষিত থাকবে অথচ রিটার্ন ও ভালো পাওয়া যাবে।

সেই হিসাবে মানুষ ব্যাংকে আমানত করার পাশাপাশি পোষ্ট অফিসের উপরেও ভরসা রাখছে। বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে 6.7 শতাংশ হারে সুদ প্রদান করছে। আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের রেকারিং স্কিম (Post Office Recurring Scheme) সম্পর্কে আলোচনা করা হলো।

Post Office Recurring Scheme এর মেয়াদ-

পোস্ট অফিসের এই স্কিমটি 5 বছরের হয়ে থাকে। তবে প্রথম বার স্কিম ম্যাচিউর হওয়ায় পর আবেদনের ভিত্তিতে আরো 5 বছরের জন্য বর্ধিত করা যায়।

Post Office Recurring Scheme এ বিনিয়োগের পরিমাণ:-
এই স্কিমে 1000 টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। তবে পরবর্তীতে ন্যূনতম 10 টাকার গুণিতকে অর্থ বিনিয়োগ করা যায়। বিনিয়োগের সর্বোচ্চ কোনও উর্ধ্বসীমা নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কে বা কারা খুলতে পারে

(i) একক প্রাপ্তবয়স্ক হলেই খোলা যাবে এই একাউন্ট
(ii) জয়েন্ট অ্যাকাউন্ট (3 জন প্রাপ্তবয়স্ক পর্যন্ত) (জয়েন্ট এ বা জয়েন্ট বি)
(ii) নাবালকের পক্ষে একজন অভিভাবক থাকতেই হবে
(iv) মানসিকভাবে দুর্বল ব্যক্তির পক্ষে একজন অভিভাবক
(v) নিজের নামে 10 বছরের বেশি বয়সী একজন নাবালক খুলতে পারবেন একাউন্ট
নোট- যেকোন সংখ্যক অ্যাকাউন্ট খোলা যাবে।

ম্যাচিউরিটি এর সময়কাল
(i) একাউন্ট খোলার তারিখ থেকে 5 বছর (60 মাসিক আমানত) আমানত করতে হবে।
(ii) সংশ্লিষ্ট পোস্ট অফিসে আবেদন করে অ্যাকাউন্ট আরও 5 বছরের জন্য বাড়ানো যেতে পারে। এক্সটেনশনের সময় সুদের হার প্রযোজ্য হবে সেই সুদের হার যেটিতে অ্যাকাউন্টটি মূলত খোলা হয়েছিল।

(iii) বর্ধিত অ্যাকাউন্ট বর্ধিত সময়ের সময় যে কোনো সময় বন্ধ করা যেতে পারে। সম্পূর্ণ বছরগুলির জন্য, RD সুদের হার প্রযোজ্য হবে এবং এক বছরের কম সময়ের জন্য, PO সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।
(iv) RD অ্যাকাউন্টটি ডিপোজিট ছাড়াই মেয়াদপূর্তীর তারিখ থেকে 5 বছর পর্যন্ত ধরে রাখা যেতে পারে।

Post Office Recurring Scheme এ জরিমানা-
কোনো অ্যাকাউন্ট হোল্ডার যদি মাসের সময় মতো টাকা জমা করতে না পারেন তবে তার মাসিক প্রিমিয়ামের 100 টাকা প্রতি 1 টাকা করে জরিমানা ধার্য করা হবে। তাছাড়া পর পর চার মাস প্রিমিয়াম জমা না দিলে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের ভিত্তিতে মেয়াদ বর্ধিতকরণ:-
বর্ধিত অ্যাকাউন্টেও পূর্বের হারে সুদ পাওয়া যায়। তবে অ্যাকাউন্ট হোল্ডার ইচ্ছে করলে যেকোনো সময়ে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। তবে অ্যাকাউন্ট হোল্ডার যদি প্রথম বার মেয়াদ শেষ হওয়ার পর অ্যাকাউন্ট বাড়ানোর পর যদি এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেন তবে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল