এই এলআইসি স্কিমে বিনিয়োগে মিলবে মোটা পেনশন! ৩০ বছর হলেই নেওয়া যাবে সুবিধা

নিজস্ব প্রতিবেদনঃ এই বিশেষ এলআইসি প্ল্যানের (LIC Scheme) লাভ তুলতে পারবেন মাত্র ৩০ বছর হলেই। ভবিষ্যতের সুরক্ষা সুনিশ্চিত করতে আর্থিক বিনিয়োগ এখন থেকেই শুরু করা দরকার। অনেকেই ইচ্ছা থাকলেও সঠিক প্ল্যান জানা না থাকার ফলে পিছিয়ে আসেন। আজকের এই প্রতিবেদনে বিশেষ এই LIC Plan সম্পর্কে আলোচনা করা যাক।

LIC Scheme অনুসারে বিনিয়োগের শর্ত
১। সর্বনিম্ন বয়স হতে হবে ৩০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৭৯ বছর।
২। পেনশনের জন্য নিযুক্ত হবার সর্বনিম্ন বয়স ৩১ বছর এবং সর্বোচ্চ ৮০ বছর।
৩। এক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে একবারই।
৪। পেনশনের জন্য ৪ টি মোড পছন্দ করতে পারবেন। সেক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক।
৫। বছরে সর্বনিম্ন ১২ হাজারে, ৬ মাসে ৬ হাজার, ৩ মাসে ৩ হাজার এবং মাসে ১ হাজার টাকা করে নিতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ কোন সীমা নেই।
৬। এক্ষেত্রে পেনশনের টাকা এখন জমা করে আপনি ১ বছর পর থেকে আপনি পেনশন পেতে পারবেন।

এই পেনশন প্ল্যানের জন্য আপনি সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার টাকার প্ল্যান নিতে পারবেন এবং এর কোন উর্দ্ধসীমা নেই। এক্ষেত্রে ২ টি অপশন থাকে। ডেফারড অ্যানুয়িটি একক ব্যক্তির জন্য এবং যুগ্মভাবে ডেফারড অ্যানুয়িটি। এবারে সুবিধা গুলি জেনে নেওয়া যাক।

LIC জীবন শান্তি প্ল্যানের সুবিধা
১। এতে বিনিয়োগ করলে আজীবন মিলবে গ্যারান্টি সহকারে পেনশন পাবার সুবিধা।
২। এই পেনশনের সাথে আপনি নিজের পরিবারে কোন এক সদস্যকে যুক্ত করতে পারবেন।
৩। নিউ জীবন শান্তি প্ল্যানে আজীবন সুদের হার অপরিবর্তিত থাকবে।
৪। ডেথ বেনিফিটের টাকা নেওয়া যাবে লাম্পসাম বা ইন্সটল্মেন্টে।
৫। এই পেনশনের সাথে থাকবে লোনের সুবিধাও।
৬। ৮০সি ধারায় আয়কর মুক্ত এবং বিশেষ অর্থের প্রয়োজনে এটি সারেন্ডার করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধরা যাক, ৫০ বছরের একজন ব্যক্তি ১০ বছর পর থেকে পেনশন নিতে চান। সেক্ষেত্রে ১০ লক্ষ ১৮ হাজার টাকা (১৮% জিএসটি) দামের পেনশন ক্রয় করতে হবে। এক্ষেত্রে সিঙ্গেল লাইফের ডেফারমেন্ট বেছে নিলে বছরে পেনশন পাবেন ৯১ হাজার ৪০০ টাকা। আর মাসে মাসে নিলে পেনশন পাবেন ৭ হাজার ৩ শত টাকার মতো। এমন আরও আপডেট পেতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল