WB Holiday: ফের ২ দিন বন্ধ স্কুল কলেজ অফিস! পুজোর আগেই এমন সিদ্ধান্ত, দেখুন।

আগামী ১৯ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গে মহা পঞ্চমী। এর আগেই WB Holiday নিয়ে সিদ্ধান্ত! দুর্গা পূজো উপলক্ষ্যে আনন্দ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় থাকেন বাঙালিরা। আর এই উপলক্ষ্যে সারা রাজ্য জুড়েই বিভিন্ন সরকারি স্কুল, কলেজ ও সরকারি অফিসে দেওয়া হয়ে থাকে টাকা ছুটি। সেই ছুটির তালিকা শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার এর তরফ থেকে অনেক আগে থেকেই প্রকাশিত করা হয়ে থাকে। তবে এবারে পূজোর আগেই ফের আরও এক বার পর পর ২ দিন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা উঠে এল! তবে কেন বা কারা নিচ্ছেন এই সিদ্ধান্ত, দেখে নেয়া যাক।

WB Holiday for 2 Days may occur

সেপ্টেম্বর মাসে রাজ্যে নতুন একটি ছুটি যুক্ত হয়েছিল, যা ভোগ করেছেন রাজ্যবাসী। তবে এবারে অক্টোবরে আবার টানা ২ দিন সমস্ত কাজ বন্ধ থাকতে পারে রাজ্যের স্কুল কলেজ ও সরকারি অফিস গুলিতে। আগামী ১০ এবং ১১ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার – পর পর বন্ধ রাখার সিদ্ধান্ত তবে কাদের এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নয়, আর নয় কোন রাজনৈতিক সংগঠনের তরফ থেকে। এই ধরণের কর্মবিরতির সিদ্ধান্ত তারা আগেও নিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ।

Sangami Joutha Mancha এর তরফ থেকে আগামী ১০ এবং ১১ অক্টোবর তারিখে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে সেই বিষয়ে নজরে এসেছে আন্দোলনের পোস্টারিং এর ছবি। উক্ত দিন গুলিতে কর্মবিরতি হিসেবে (WB Holiday) পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকেই। কিন্তু ঠিক পূজোর আগেই কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত! দীর্ঘ দিন ধরেই রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, ডাক্তার, নার্স সহ রাজ্যের নানা দপ্তর থেকে গঠিত এই সংগ্রামী যৌথ মঞ্চ তাদের ডিএ বঞ্চনার কথা তুলে ধরেছেন।

এই নিয়ে তারা দিল্লীতে পর্যন্ত গিয়েছেন। রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, সমস্ত জায়গাতেই পৌঁছেছে তাদের এই দাবীর কথা। State Govt Employees -এর বেশ কিছু সংগঠনের মধ্যেও বকেয়া ডিএ প্রাপ্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা মহামান্য কোলকাতা হাইকোর্ট এমনকি মহামান্য সুপ্রিম কোর্টে পর্যন্ত নিজেদের দাবী জানাতে সক্ষম হয়েছেন। চলছে মামলাও। তবে সমস্যার সমাধান কবে মিলবে, তা নিয়ে এখনো পর্যন্ত কাটে নি জট। তবে আগামী নভেম্বরের ৩ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের করা পঞ্চম বেতন কমিশনের ডিএ সংক্রান্ত SLP মামলার শুনানির তারিখ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোলকাতার শহীদ মিনার চত্বরে ৮ মাসের বেশি সময় ধরে চলছে আন্দোলন। পূজোর আগেই এই কর্মবিরতি (WB Holiday) করার সিদ্ধান্ত তাদের। বর্তমানে রাজ্যের সরকারি কর্মী, শিক্ষকদের প্রাপ্তি মাত্র ৬ শতাংশ হারে মহার্ঘভাতা। আর কেন্দ্রের সরকারি কর্মীদের মিলছে ৪২ শতাংশ। আর ২০২৩ সালের দ্বিতীয় কিস্তির DA ঘোষণা হলে তা পৌঁছে যাবে ৪৫ শতাংশ বা তার বেশিতে। কিন্তু রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বছরে মাত্র ৩ শতাংশ করেই ঘোষণা করেন ডিএ। আর তা মেলে জানুয়ারি থেকেই। তবে এই আন্দোলনের কথা ভেবে কি এবারে রাজ্যের সরকারি কর্মীদের মিলতে পারে আরও একটু বেশি!

সরাসরি মুখ্যমন্ত্রী নামে চালু হল নতুন সুবিধা! ২৪ ঘণ্টায় মিলবে সমাধান!

এর আগে এই ২০২৩ সালের প্রথম দিকে কর্মবিরতি (WB Holiday) এর ডাক দিয়েছিলেন তারা। তবে তাদের সেই আন্দোলনের ফলে কোথাও খুব একটা সাড়া মেলে নি। কোলকাতার প্রায় সমস্ত সরকারি দপ্তরের কাজ কর্ম চলছিল নিত্য দিনের মতোই। স্কুল কলেজেও তার প্রভাব খুব একটা পড়ে নি। আর এবারে আবার এই রকমের কর্মবিরতির ডাক দেওয়া হল। তবে এবারে কি আন্দলনে মিলবে সফলতা! রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কতটা সক্ষম হবে সংগ্রামী যৌথ মঞ্চ, সেটাই এখন দেখার। তাদের বিভিন্ন দাবী নিয়ে এই কর্মবিরতির (WB Holiday) আন্দোলনের চাপে সরকার কী মেনে নেবে তাদের দাবী, মতামত জানাতে পারেন কমেন্টে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল