Bank Holiday in April: এপ্রিলে মাত্র ১৬ দিন ব্যাঙ্ক খোলা, বাকি দিন গুলি ছুটি! কবে, কোথায়, কেন – দেখুন RBI এর লিস্ট

Amalendu Biswas

bank holiday in april 2024

নিজস্ব প্রতিবেদনঃ আগামী মাসে ৩০ দিনের মধ্যে শনি, রবি ও অন্যান্য ছুটির কারণে সারা দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৪ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক (Bank Holiday in April)। বাকি মাত্র ১৬ দিনের জন্য ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত কাজ চলবে। সব রাজ্যে একই দিনে ছুটি থাকে না। কারণ প্রতি রাজ্যেই নিজস্ব বিভিন্ন পর্বে থাকে ছুটি। পশ্চিমবঙ্গে কবে কবে থাকবে ছুটি, তালিকা অনুসারে জেনে নেয়া যাক।

Bank Holiday in April 2024

ব্যাঙ্ক ছুটির তালিকায় সারা দেশে রবিবার গুলিতে থাকে সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে আগামী এপ্রিলে ৭, ১৪,২১,২৮ – এই ৪ দিন থাকছে রবিবারের সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার থাকে সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে ১৩ এবং ২৭ এপ্রিল তারিখে থাকবে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি। অর্থাৎ এপ্রিল মাসে শনিবার এবং রবিবার মিলিয়ে থাকবে ৬ দিনের ছুটি। এবারে RBI -এর ছুটির তালিকা অনুসারে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

১।১ এপ্রিল (সোমবার)নতুন আর্থিক বছরের শুরুর দিনে ব্যাঙ্ক ছুটি সারা দেশে।
২।৫ এপ্রিল (শুক্রবার)বাবু জগজীবন রামের জন্মদিন এবং জামাত-উল-বিদার কারণে শ্রীনগর, জম্মু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

৩।৯ এপ্রিল (মঙ্গলবার)গুড়ি পাদওয়া / উগাদি উৎসব /তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রির উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
৪।১০ এপ্রিল (বুধবার)কেরালায় ঈদ উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৫।১১ এপ্রিল (বৃহস্পতিবার)ঈদ উপলক্ষ্যে সারা দেশে ছুটি।
৬।১৫ এপ্রিল (সোমবার)হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলা অঞ্চলে ছুটি থাকবে।
৭।১৭ এপ্রিল (সোমবার)রাম নবমী উপলক্ষে লক্ষ্ণৌ, পাটনা, রাঁচি, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, আহমেদাবাদ, সিমলাতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
মুম্বই ও নাগপুরের ব্যাঙ্কের শাখাগুলিও বন্ধ থাকবে।
৮।২০ এপ্রিল (শনিবার)গড়িয়া পুজোর জন্য আগরতলায় ছুটি
সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের লিস্ট – পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটির তালিকা

ব্যাঙ্কের ইনভেস্টমেন্ট সংক্রান্ত নয়া ফর্মুলা, দেখুন বিস্তারিত

এই ব্যাঙ্ক ছুটির তালিকা অনুসারে বিভিন্ন রাজ্যে থাকবে ব্যাঙ্ক ছুটি। তবে অনলাইন ব্যাঙ্কি থেকে শুরু করে এটিএম সুবিধা ইত্যাদি সব কাজ চলবে স্বাভাবিক ভাবেই। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল