Lakshmir Bhandar নিয়ে নতুন আপডেট দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং ভাতার চালু করেছে। এদের মধ্যে কয়েকটি জনপ্রিয় এবং উল্লেখযোগ্য প্রকল্প হল স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, রুপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইত্যাদি।
এখন 1 কোটি 98 লক্ষ 37 হাজার 31 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। আর নতুন করে 9 লক্ষ যুক্ত হলে সংখ্যাটা 2 কোটি ছাড়িয়ে যাবে। তার উপর আবার নতুন নিয়মে মহিলাদের বয়স 60 পেরোলেই একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে থাকবেন 9 লক্ষ উপভোক্তা।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, অক্টোবর মাসে লক্ষ্মীর ডাণ্ডারে (Lakshmir Bhandar) দুই বার দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। একে পুজোর বোনাস হিসেবে দেখতে চাইছেন অনেকে। এতে খুশি মহিলারাও। তবে কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। প্রাথমিকভাবে খবর, পুজোর আগেই অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে৷
প্রসঙ্গত, তফশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতিমাসে হাজার টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পে। অর্থাৎ অক্টোবরে তাঁরে পেতে পারেন 2 হাজার টাকা। অন্যদিকে জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা পান। তাঁদের অ্যাকাউন্টে আসতে পারে হাজার টাকা।
কবে ঢুকবে Lakshmir Bhandar এর টাকা!
বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছে যে উপভোক্তাদের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা ঢুকছে না। তবে এ নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে পদক্ষেপ করেছেন। সুতরাং লক্ষ্মীর ভান্ডারের টাকা খুব শীঘ্রই উপভক্তদের একাউন্টে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। নবান্নের সভাঘরে প্রশাসনিক অনুষ্ঠান থেকে নানা সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
উক্ত বৈঠকে রাজ্যের প্রত্যেকটি দফতরের মন্ত্রী, সচিব ও জেলাশাসকদের উপস্থিত ছিলেন। কাটায় কাটায় দুপুর 1 টায় শুরু হয়েছে সেই অনুষ্ঠান। এদিনই ষষ্ঠ দফার দুয়ারে সরকার (Duare Sarkar) কর্ম সূচীর মাধ্যমে নাম তোলা রাজ্যের বিভিন্ন প্রকল্পে মোট ৪০ লক্ষ ৯৪ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয়েছে। যে সব প্রকল্পে অর্থ প্রদান করা হয়েছে সেগুলি হলো ঐকশ্রী (Aikashree), বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Bina Mulya Samajik Suraksha Yojana), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), বিধবা ভাতা, কৃযক বন্ধু (Krishak Bandhu), কন্যাশ্রী (Kanyashree), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) ইত্যাদি।
লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট আপডেট।
তবে রাজ্যের অন্যান্য নানা সামাজিক প্রকল্পের মধ্যে রাজ্যবাসীর কাছে বিশেষ করে রাজ্যের মহিলাদের কাছে দারুণ জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের টাকা দেওয়াও শুরু হয়েছে ওই দিন থেকে। অর্থাৎ এবার ধাপে ধাপে সব উপভোক্তার অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন, বাড়ি হবে আপনার, টাকা দেবে মোদী সরকার!
ষষ্ঠ দফার দুয়ারে সরকার প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর মোট 10 লক্ষ 81 হাজার 554 জন নতুন মহিলা এবার লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের জন্যও টাকা ছাড়া শুরু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কৃষক বন্ধু প্রকল্পেও নতুন উপভোক্তার সংখ্যা বেড়েছে 1 লক্ষ 53 হাজার 846 জন।
নতুন করে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে 1 লক্ষ 59 হাজার 162 জন। নতুন বিধবা ভাতা প্রকল্পের আওতায় এসেছে 1 লক্ষ 11 হাজার 349 জন উপভোক্তা। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা নতুন 16 লক্ষ 46 হাজার 616 জন উপভোক্তাকে। সব মিলিয়ে মোট 40 লক্ষ 94 হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয়েছে। যার কারণে রাজ্য সরকারের খরচ হবে 327 কোটির বেশি টাকা।
পূর্ব ঘোষণা অনুসারে রাজ্যের ষষ্ঠ দফা দুয়ারে সরকার প্রকল্পের শিবির ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আপাতত 20 শে এপ্রিল থেকে 30 শে এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পে জমা হওয়া আবেদন পত্র গুলির ভিত্তিতে পরিসীমা দেওয়ার কাজ চলবে। সামনেই পঞ্চায়েত ভোট আর এই ভোটকে মাথায় রেখেই মানুষকে আরো কিভাবে বিভিন্ন ধরনের পরিষেবার আওতায় আনা যায় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখছে রাজ্য সরকার। যার জন্য এবার দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হয়।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন