বন্ধন ব্যাঙ্ক নিয়ে এলো দারুণ এক লোনের সুবিধা। ব্যবসা করতে চান অনেকেই। তবে আর্থিক যোগান না থাকার কারণে পিছিয়ে আসেন অনেকেই। বন্ধন ব্যাঙ্ক বিজনেস লোন পেতে এবারে সঠিক আবেদন পদ্ধতি জেনে আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন Business Loan! তাহলে আর দেরী না করে চলুন জেনে নেয়া যাক, কীভাবে পেতে পারেন আপনিও এই ধরণের বিজনেস লোন! শুরু করে দিন, নিজের স্বাধীন ব্যবসা।
বন্ধন ব্যাঙ্ক বিজনেস লোন
অন্যের অধীনে কাজ করতে অনেকেরই অপছন্দ। আবার অনেকে সবে সবে নিজের থেকে কোন একটা ব্যবসা করতে চাইছেন। ব্যবসা সংক্রান্ত নানা ধরণের ইউনিক বিজনেস আইডিয়া পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটেই। সেগুলি সময় করে দেখে নিতে পারেন whatsupbengal.in -এ ক্লিক করেই। এবারে নিজের নতুন ব্যবসার জন্য রয়েছে দারুণ এক সুযোগ! আর এই সুযোগ দিচ্ছে Bandhan Bank.
যাদের আছে ছোট ব্যবসা তারা ব্যবসাকে বড় করার জন্য নিতে পারেন এই বিজনেস লোন। এক্ষেত্রে সুদের হার মাত্র ১০ শতাংশ হিসেবে ধার্য করা হয়ে থাকে। এছাড়া বাড়তি ১% চার্জ দিতে হয়। তবে আপনার ব্যবসার ওপরে ভিত্তি করে এই লোনের পরিমাণ নির্ধারিত করবে বন্ধন ব্যাঙ্ক। এই লোন এর নাম হচ্ছে MSME ওয়ার্কিং ক্যাপিটাল লোন।
এবারে জেনে নিন, MSME টার্ম লোন সম্পর্কে। এই লোন নেবার ক্ষেত্রে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ২৩ বছর। আর সর্বোচ্চ বয়স হতে হবে ৬০ বছর। আর ব্যবসা অন্তত ২ বছরের পুরানো হতেই হবে। সেক্ষেত্রে এই লোন নেবার জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রেও সুদের হার ১০ শতাংশ এর বার্ষিক হারেই ধার্য হবে।
আরও একটি লোন হচ্ছে Micro Enterprise Loan! এক্ষেত্রে এই লোন শুধুমাত্র নিজের ব্যবসার জন্য অর্থাৎ Self Employed দের জন্য যারা ২ বছরের অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শুরু করেছেন। এক্ষেত্রেও ব্যবসার লোন পেতে বয়স হতে হবে ২৩ বছরের মধ্যেই। এক্ষেত্রে ১.৫১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত টাকার জন্য আবেদন গ্রহণ করা হবে। এক্ষেত্রে সুদের হার একটু বেশি। এক্ষেত্রে ১৮% হিসেবে বার্ষিক সুদ ধার্য করা রয়েছে।
এবারে দেখে নেয়া যাক, বন্ধন ব্যাঙ্ক ব্যবসা লোন নিতে লাগছে কি কি নথি!
- ৩টি পাসপোর্ট সাইজ ফটো
- লোন গ্যারান্টার এর ২ কপি ফটো
- KYC ডকুমেন্টস হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড
- বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
- ট্রেড লাইসেন্স
আবেদন পদ্ধতি
- Bandhan Bank -এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন এখানে।
- এর পর হোম পেজেই পেয়ে যাবেন Business Loan -এর অপশন। ক্লিক করুন।
- এবারে নিজের লোন সেলেক্ট করুন।
- পরপর সমস্ত তথ্য গুলি দিয়ে করুন ফর্ম ফিলাপ।
- এবারে সাবমিট করে দিন। এটা হচ্ছে অনলাইনে আবেদন করার পদ্ধতি। তবে এটি অফলাইনেও আবেদন করা সম্ভব।
LIC Micro Bachat: মাত্র 7 টাকার প্ল্যানে মিলবে সুরক্ষা, সঞ্চয় আর করছাড়ের দারুণ সুযোগ!
উপসংহার
আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Mamata Banerjee: এবার থেকে আরও 500 টাকা বৃদ্ধি করলেন মমতা!
Ration Aadhaar Link: রেশন কার্ড বাতিলের খাতায়, মিলবে না ফ্রি রেশন! সমাধান পেতে এখুনি দেখুন।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন